আমাদের কথা খুঁজে নিন

   

১ ঘণ্টার জন্য খুলনা অচল - সরকারকে আল্টিমেটাম

ব্লগার রাজীব হায়দার খুন হলেন। সাথে সাথে হত্যার হুমকির লিস্ট আসল আরো অনেক জামাত-শিবিরের ব্লগ-ফেসবুক পেজ হতে। সরকার কি করছে ? তারা কি আসল খুনিদের খুঁজে বের করতে তৎপর হয়েছে ? যেসব পেজ থেকে হুমকি দেয়া হচ্ছে হত্যার তাদের চিহ্নিত করছে ? বরং তারা সোনার বাংলা ব্লগ বন্ধ করে দিল, হুমকিদাতাদের না খুঁজে। মানে তাদের কাছে এসব ব্লগারদের জীবনের কোন দাম নেই ? খুন হয়ে গেলে বাসায় গিয়ে সহানুভূতি জ্ঞাপন করে আসবে ? আর যে প্রসঙ্গে শাহবাগ সহ সারা দেশে আম ছাত্র-জনতা আন্দোলনে সোচ্চার, সেই যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার করে সর্বোচ্চ শাস্তি নির্ধারণে আর কত টাল বাহানা করবে ? আজ খুলনার নির্দলীয় গণমঞ্চের আহ্বানে বিকাল ৫:০০ থেকে ৬:০০টা ১ ঘণ্টার জন্য সারা খুলনা অচল করে দেয়া হয়, খুলনার সকল গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক অবরোধ করে। এ কর্মসূচি বাস্তবায়নে আমাদের করতে হয়নি কোন ভাঙচুর, কোন মারামারি, ছিড়তে হয়নি ১টি গাছের পাতা পর্যন্ত। এই অবরোধ কর্মসূচির উদ্দেশ্য একটাই, সরকারকে বুঝিয়ে দেয়া, দেশের প্রকৃত ক্ষমতা দেশের সাধারণ জনতার কাছেই। তারা চাইলেই সারা দেশ অচল করে দিতে পারে দাবি আদায়ের লক্ষ্যে। সরকার যত দেরি করবে জনতার দাবি বাস্তবায়নে, আরো কঠোর কর্মসূচির উদ্যোগ নিতে বাধ্য হবে সাধারণ জনতা। সাথে সাথে দেশের সকল প্রান্তের আন্দোলনকারী জনতার উদ্দেশ্যে আমাদের আহ্বান, আপনারা আরো সোচ্চার হন, আরো কঠোর হন, আন্দোলনকে আরো প্রসারিত করুন, আমাদের সংগ্রাম সফল হবেই। জয় বাংলা, জয় জনতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।