ভিন্ন কিছুর অপেক্ষায়.....
হুমমম.....
বিষয়টা ইকটু আগের হয়া গ্যালো...থাক; তারপরও কই ।
আইজকাইল ত সবাই TV তে নয়ত নেটে খ্যালা দ্যাখে।
রেডিও তে শুনেনা....শুনলেও খুব কম।
ত বাংলাদেশ হোম সিরিজ খ্যাল্লে বেতারে লাইভ ধারাভাষ্য দ্যায়। আগেও দিত।
যাই হউকগা, গত এ্যাকতিরিশ তারিখ কাজিনের বিয়া খাইয়্যা কল্যাণপুর থেইকা উত্তরা যাইতাছিলাম। সন্দার সময় গাড়িতে উঠছি।
খালি বইয়া থাকতে ভাল্লাগেনা, তাই কিছুক্ষণ পর মোবাইলের এয়ারফোন লাগায়া বাংলাদেশ বেতার টিউন কর্লাম।
.......
এ্যার আগে বিষয়ডা অনেক ফ্রেন্ডের কাছে হুনছি, আমি নিজেও কয়েকবার হুনছি ; মাগার এমুন কোনোদিন হয়নাই!
আশরাফুইল্ল্যা তহন টেস্ট খ্যালতে খ্যালতে ৪২ রান । এ্যারপর এ্যাকটা তুইল্লা মারলো।
এ্যারপর আরো কয়ডা চাইরও মার্লো!
অ্যাতক্ষুণ তেমন আহামরি কিছু কয়নাই।
আশরাফুল যহন ৬৩ রানে তহন...।
"....আশ্রাফুল এ্যাতক্ষণে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন....দর্শকদের যখন ধৈর্যের বাঁধ ভেংগে যাওয়ার উপক্রম; ঠিক তখনই তিনি স্বরুপে ফিরলেন। মাঠের চারপাশে চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছেন...."
উহ! কি যে কমু ভাই....ও কথাডা শ্যাষ কর্তে পারেনাই...অ্যার মইদ্যেই...
".....ডাউন দা উইকেটে মারতে গিয়ে আশ্রাফুল বোল্ড...!!!''
.....................
অগো মুখে খোদায় যে কি লাগায়া দিছে...:@ যেইডারে ইকটু পাম মার্বো ঐডার রক্ষা নাই!
অ্যাক ওভারের মইদ্যে আউট তোরে হৈতেই অইবো....না হৈয়া যাস কৈ?...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।