আমাদের কথা খুঁজে নিন

   

৯৫০ বার পরীক্ষা দেওয়ার পর পাস - প্রথম আলো

নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।

‘একবার না পারিলে দেখ শতবার’। এই মন্ত্র ষোলআনা নিজের জীবনে কাজে লাগিয়েছেন দক্ষিণ কোরিয়ার নারী চা সা-সুন (৬৮)। পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছেন। তার পরও হাল ছাড়েননি তিনি।

ধৈর্য ধরে টানা চার বছর চেষ্টা করে গেছেন। অবশেষে ৯৫০ বারের চেষ্টায় তিনি গাড়িচালকের লাইসেন্স পাওয়ার লিখিত পরীক্ষায় পাস করেছেন। এবার তিনি ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ৬০ পেয়ে উত্তীর্ণ হন। উত্তীর্ণ হওয়ার আগে এই পরীক্ষার জন্য ফি বাবদ তাঁকে চার হাজার ২০০ মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। সিউল থেকে ১৩০ মাইল দক্ষিণে জিওনজির বাসিন্দা সা-সুনকে গাড়ি নিয়ে রাস্তায় নামার আগে অবশ্য ব্যবহারিক পরীক্ষা দিতে হবে।

কোরিয়ান ড্রাইভারস লাইসেন্স এজেন্সির নিয়ম অনুযায়ী, ৫০ মিনিটের এই লিখিত পরীক্ষায় রাস্তার নিয়মকানুুন ও গাড়ি রক্ষণাবেক্ষণ বিষয়ের ওপর ৫০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে। দ্য কোরিয়া টাইমস জানায়, চা সা-সুন ২০০৫ সালের ১৩ এপ্রিল থেকে এই পরীক্ষা দিয়ে যাচ্ছেন। আর তাঁর এই অধ্যাবসায়ের পেছনের কারণ হলো, গাড়ি চালানোর লাইসেন্স পেলে তিনি গাড়িতে করে সবজি ও অন্যান্য পণ্য বিক্রি করতে পারবেন। লাইসেন্সের জন্য বারবার পরীক্ষা দিয়ে ইতিমধ্যে জিনজুতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সা-সুন। হয়ে উঠেছেন বিখ্যাত।

স্থানীয় একজন কর্মকর্তা বলেন, ‘চা সা-সুন সত্যিই এখানে অনেক বিখ্যাত। কেবল এজেন্সির কর্মচারীদের কাছে নয়, তিনি অনেক পরীক্ষকের কাছেও পরিচিত মুখ। তাঁর এই চ্যালেঞ্জিং মনোভাব সত্যিই বিস্ময়কর। ’ চা সা-সুন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনি যদি আপনার লক্ষ্য অর্জনে অনড় থাকেন, তাহলে অবশ্যই তা অর্জন করতে পারবেন। তাই আপনারা আপনাদের স্বপ্নকে ব্যর্থ হতে দেবেন না এবং সর্বোচ্চ চেষ্টা করে যান।

’ View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।