আমাদের কথা খুঁজে নিন

   

কাল শেষ হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কম্পিউটার মেলা

ওয়ার্ল্ড ইনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিভাগের উদ্যোগে শুরু হওয়া দুই দিনের কম্পিউটার উৎসব শেষ হচ্ছে ৩১ আগস্ট। সবার জন্য উন্মুক্ত এ উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

আজ ৩০ আগস্ট দুই দিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী।

ধানমন্ডির ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় কম্পিউটার উৎসবে রয়েছে বিতর্ক, ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ও ওপেন সোর্সের ওপর ওয়ার্কশপ, তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত প্রশ্নোত্তর, গেম প্রতিযোগিতার মতো নানা আয়োজন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।