মেহরাব হাসান অনাদিকালের অপেক্ষার পালা ঘুচিয়ে আসলেন তখন ভূ-কম্পন হয় আকাশে প্রতিধ্বনিত করে বাতাসে স্লোগান ভেসে চলে ছড়িয়ে পরে পুরো বাংলার নদী নালা খাল বিল আর সীমান্তের গ্রাম পর্যন্ত । আমি সেখানেই আছি যেখানে আলোর দিশারীরা মশাল জ্বালিয়েছে। আমি সেখানেই আছি যেখানে আধিকারের হাত উর্ধ্বকাশে ছোটার আগেই বিনষ্ট হয়না। যেখানে প্রতিটি শব্দ বৃথা নয় যেখানে একটি পাপড়ির আত্নত্যাগও মিথ্যা নয় আমি সেখানেই আছি। প্রজ্বলিত আলোতে অন্ধকার নামের কোন শব্দ থাকলো না নষ্ট হবার ভয় নাই পাপড়ি গুলো বৃন্তে ফেরত এসেছে............। ডাক্তার গলি- ১২-০২-১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।