আগামী ৪ সেপ্টেম্বর ‘এক্সপেরিয়া জেড ১’ নামের নতুন একটি স্মার্টফোনের ঘোষণা দিতে পারে সনি। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে সনির নতুন এ স্মার্টফোনটির তথ্য ফাঁস হয়েছে।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, সনির নতুন স্মার্টফোনটির উন্নত রেজুলেশনের ছবি ফাঁস করেছে ৩৬৫ডিয়ান নামের একটি ওয়েবসাইট। নতুন স্মার্টফোন নিয়ে ইউটিউবে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে সনি।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘হোনামি’ কোড নাম দিয়ে তৈরি স্মার্টফোনটিই হবে এক্সপেরিয়া জেড ১।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটিতে থাকবে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে, সনির জিলেন্স ও বায়োঞ্জ ইমেজ প্রসেসর। অভ্যন্তরীণ ১৬ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার স্মার্টফোনটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।