মানুষের উপর আল্লাহর সর্বপ্রথম রহমত হল মা বাবা। সর্ব শ্রেষ্ঠ রহমত হল হযরত মুহাম্মাদ (সাঃ) । এরপরের রহমত হল নামাজ। আর আল্লাহর শক্তির এক অপূর্ব আর অসাধারন নিদর্শন হল মানুষের মন। মানুষ সারাক্ষণ এই মন কে ব্যাবহার করতেছে কিন্তু এটা বলতে পারে না শরীরের কোন জায়গায় আল্লাহ্ এই মন কে বসায় দিছেন ।
এটা দেখতে কেমন ? কেউ বলতে পারেনা। মন যে কত উপকারি জিনিষ এটা কাউকে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার দরকার নাই।
মন দিয়ে কি হয়?
১। মানুষ শুধু মন দিয়েই চিন্তা করতে পারে। হাত পা দিয়ে না ।
২। মানুষ কোন জিনিস প্রথমে মনেই সৃষ্টি করে । তারপর মাথা দিয়ে না হলে হৃদয় দিয়ে পরে সেটা বাস্তবায়ন করে । এটাকেই বলে সৃজনশীলতা ।
৩।
মানুষ মন দিয়েই ভালবাসে। এরপর তাকে হৃদয়টা দিয়ে দেয় ।
৪। মন ই একমাত্র জিনিস যা দিয়ে সে অন্য মানুষ কে শান্তি মতো , সাধ মিটাইয়া , যতক্ষণ খুশি ততক্ষণ গালি দিতে পারে। (এই জন্যই বলছিলাম উপকারী)
৫।
মানুষ চাইলে মন দিয়ে খুন ও করতে পারে। হাত পা দিয়ে করার দরকার নাই। মনে মনে চিন্তা করলেই হল শালা আজকে তরে আমি ব্রাশ ফায়ার করলাম…… ব্যাস তাইলেই খেল খতম…………মেজাজ ঠাণ্ডা (আমি এরকম সারাদিন ১০০১ টা মানুষ কে খুন করি) আল্লাহপাক এই রহমত টুকু না দিলে আমার তো খবরই হইয়া যাইত )
মন দিয়ে কি হয়না?
মন দিয়ে শুধু মাত্র একটা কাজ ই করা যায় না।
মন দিয়ে খেয়ে পেট ভরানো যায়না । আল্লাহ্ পাক মনের এই ক্ষমতা দেয় নি।
মনে মনে খেয়ে যদি পেট ভরানো যেত তাহলে দুনিয়াতে কোন ক্ষুধার্ত শিশু থাকতো না। কেউ না খেয়ে মারা যেত না ।
কিন্তু মনে মনে খেয়ে যদি পেট ভরানো যেত তাহলে মানুষ আল্লাহ্ কে ভুলে যেত। এই জন্যই আল্লাহ্ মন কে এভাবেই বানাইছেন। :grin:
আল্লাহ্ মন কে দিছেন মানুষের শান্তির জন্য।
মানে আল্লাহ্ কে নির্জনে ডেকে তার সাথে একান্তে কথা বলার জন্য। এই জন্যই এটা আল্লাহর এক অশেষ রহমত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।