আমি সত্যে বিশ্বাসী।
বাংলাদেশ হওয়ার আগে আমরাই পাকিস্তানী ছিলাম । পরাধিন থেকে স্বাধীনতা অর্জন হলো । স্বাধীন হওয়া মানেই ভাল বাবে চলা , পেট ভরে খানা খাওয়া । আসল ৭১ তখন ও একটু ভাল যখনি আসল ৭২ তখনি শুরু হলো হা হা কার ১টাকার চাউলের কেজি হলো ৭ টাকা একই ভাবে সকল পন্যর দাম ক্রমেই বাড়তে লাগল । এমনকি মানুষ রাস্তার পাশে কচুর ডগা খেতে লাগল,তাহলে কি আমরা বুঝে নিব ৭২ আমাদের কাছে ফিরে আসলে আবার ও কি একই ভাবে মানুষ না খেইয়ে মারা যাবে। আমরা আর ৭২ যেতে চাইনা শুধু ভাল বাবে বাচতে চাই এটাই হউক আমাদের কাম্য?..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।