পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে প্রায় এক মাস ধরে সেখানে বিভিন্ন নামে বনধ চালিয়ে যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা। গত মাসে অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য ঘোষণার পর প্রথমে গোর্খা জনমুক্তি মোর্চা ৭২ ঘণ্টার ধর্মঘট, পরে তারা ৩ আগস্ট থেকে একটানা ১২ দিনের অনির্দিষ্টকালের বনধ পালন করে। এরপর দুদিনের ‘জনতা কার্ফু’র পর শুরু করে ‘ঘরের ভেতর জনতা’ আন্দোলন। এসব আন্দোলনকে কলকাতা হাইকোর্ট অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা দেওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চা আন্দোলনের নাম পাল্টিয়ে ঘোষণা করছে নিত্য নতুন আন্দোলনের কর্মসূচি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।