ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।
ছুটছে আলো
টুটছে আধার
খুটছে সুফল যত,
ঝরছে ঘাম
করছে নাম
লড়ছে বীরের মত।
পড়াশোনায়
ধরা জুরে
ক্ষরা'র বিদায় করে,
দেশের তরে
শেষের পড়ে
সপ্ন হয়ে ঝরে!
যে ছেলেটা
মানুষ হয়ে
গর্বে ভাসায় দেশ,
সেই ছেলেটা
ছাত্র ভাল
বেশ বেশ বেশ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।