শ্রীলংকানরা বরাবরই খেলাধূলা প্রিয়। সুযোগ পেলেই এরা বিভিন্ন অনুষ্ঠান অথবা বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে খেলাধূলার আয়োজন করে থাকে। নববর্ষ উপলক্ষ্যেও এরা মজার মজার খেলাধূলার আয়োজন করে। নতুন বছর শুরুর এই উৎসবকে এরা আভুরুদু উৎসেয়া বলে থাকে। আভুরুদু উৎসেয়া নিয়ে আগেই একটা পোষ্ট দিয়েছিলাম।
আভুরুদু উৎসেয়া
আজকের পোষ্টটি আমাদের অফিসের বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত সব খেলা নিয়ে। অনুষ্ঠানের বর্ণনা দিয়ে আর সময় নষ্ট না করে শুধু খেলধূলা নিয়েই লিখলাম। চলুন দেখা যাক......
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় কুমুদু রিসর্টে.....ছবিটাতে রিসর্টের ভিতরে সুইমিং পুল.... সকাল বেলা অনুষ্ঠান শুরু হবার আগে তোলা...
খেলা শুরু হয় ক্রিকেট দিয়ে। শ্রীলংকানদের ক্রিকেট প্রীতি নিয়ে নতুন করে মনে হয় কিছু বলার নেই.....
ক্রিকেট খেলার আরও একটি দৃশ্য.....আমাদের ডিপার্টমেন্টের একমাত্র প্রতিভাবান খেলোয়াড়......
পুরো খেলা চলাকালীন ছিল বিরতিহীন ধারা বিবরনী......
মেয়েদের বল নিক্ষেপ....এই খেলাটা বাচ্চারাও খেলেছিল........
বস্তা দৌড় তবে একক না........রিলে বস্তা দৌড়.....প্রত্যেক দলে চারজন করে ...... একজন তার ট্র্যাক শেষ করে বস্তা থেকে বের হয়ে পরের জনকে খুব দ্রুত বস্তা দিয়ে দেয়..... পুরা খেলাটা দারুন উত্তেজনার.....
আমার বস....বরাবরের মতই অসাধারণ পারফর্মেন্স.......
খেলাধূলার ফাকে ফাকে সুইমিং পুলের ঠান্ডা পানিতে শরীর জুড়ানো......
আমাদের জেনারেল ম্যানেজার......সাথে তার একমাত্র কন্যা.......
এই খেলাটা খুব মজার... পাইপের ভিতরে বরফের টুকরা ছেড়ে দেয়া হয়....বরফটি টেবিলের উপর দিয়ে গড়ানোর সময় কাঠের হাতুরি দিয়ে ভাংতে হয়.......প্রথম রাউন্ডে মাত্র ৫ জন পেরেছিল (যাদের মাঝে ব্লগার পুরাতনও ছিল )
এইটাও খুব মজার খেলা... যারা আগে বোতল ভরতে পারবে তারা বিজয়ী....৮ জন করে একেকটা দল......লাইন দিয়ে দাড়ায়.....লাইনের একমাথা পুলের দিকে আরেক মাথা বোতলের দিকে..... পানি একজনের হাত থেকে আরেকজনের হাতে করে নিয়ে নিয়ে বোতল ভরতে হবে.....এই খেলায় মেয়েদের দল জিতে যায়.....আমাদের দলটা দ্বিতীয় হয় ... কিন্তু দ্বিতীয়র জন্য কোন পুরষ্কার ছিলনা.....
এইটা শুধু মেয়েদের একক বোতল ভরা.....তবে শুধু এক হাত ব্যাবহার করা যাবে...
দড়ি টানাটানির আগে পরিকল্পনা.....
সব শেষে পুরষ্কার বিতরনী.....
আরও কিছু খেলা ছিল...যেমন : ভলিবল, বাচ্চাদের জন্য ক্যানের তৈরী পিরামিড বল ছুড়ে ভাংগা... ঐ গুলার ছবি পেলাম না.....তাই.....
সুইমিং পুল আর আমাদের জি এম সাহেবের ছবি আমি তুলেছি.....বাকি গুলো অফিসের ফটো আর্কাইভ থেকে.....
শ্রীলংকান দের আরও মজার মজার খেলা নিয়ে আমার আগের পোষ্ট:
আভুরুদু উৎসেয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।