সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
.
.
.
.
মূলঘটনাঃ
.
.
গত পরশু সকালে অনেক চেষ্টা করেও সামুতে ঢুকতে পারলাম না। ব্যাপর কি ? কিছুই বুঝলাম না। ম্যাসেঞ্জারে কয়েকজনের কাছ থেকে জানতে পারলাম তারাও একই সমস্যার সম্মুখীন হচ্ছে। হঠাৎ এক অজানা আশংকায় হাটং বিট বেড়ে গেল " তবে কি সামহোয়ারইন........." । পরে গুগলে সার্চ দিয়ে সামুর অফিসের ফোন নাম্বার জোগাড় করে ফোন দিলাম।
সমস্যার কথা জানাতে অপর প্রান্ত থেকে অরিল নামে একজন কতৃপক্ষ সমস্যার কথা স্বীকার করলেন এবং বললেন যে যত দ্রুত সম্ভব আবার সাইটিটি সচল করা হবে। সবচেয়ে মজার ব্যাপার হল তিনি আমার সাথে কথা বলা অবস্থায় -ই সাইটি'র সমস্যা ঠিক করে ফেললেন। আর একটি বিষয় হচ্ছে অনেকে দেখেছেন তিনি সব পোষ্ট ইংরেজিতে করেন, কিন্তু তিনি সেদিন আমার সাথে চমৎকারভাবে বাংলা ভাষায় কথা বলেছিলেন।
এরপরই ঘটল সামুর ইতিহাসে আমার দেখা সবচেয়ে মজার ঘটনা। তা হল এর আগে আমি কখনোই সামুতে ২৫/২৬ জনের নিচে লগিন ব্লগার দেখি নাই, এমনকি শেষ রাতের দিকে বা খুব সকালেও ২৫ জনের উপরে ব্লগার সাইটে অবস্থান করে।
অথচ তখন লগিন করে দেখি আমিসহ মাত্র ৯ জন ব্লগার সামুকে টিকাইয়া রাখিয়াছি!!!
কিছুক্ষণ পরে অবশ্য আস্তে আস্তে ব্লগার সংখ্যা বাড়তে লাগল। ফিরে পেলাম সামুর প্রকৃত সৌন্দর্যমন্ডিত রূপ, যে রূপের প্রেমে বুদ হয়ে আছি আমরা অনেকেই।
তাই দোয়া করি সামু বেঁচে থাকুক আমাদের মাঝে হাজার হাজার বছর ধরে, কালের সাক্ষী হয়ে, সাধারণ মানুষের সাধারণ জীবনগাঁথা নিয়ে প্রবাহিত হোক নদী থেকে সাগরের বিশালতার দিকে। যা থেকে পরবর্তী প্রজন্ম জানতে পারবে ইতিহাসে স্থান না পাওয়া আমাদের অন্তহীন কথামালাসমূহ।
I Love You Somewhereinblog
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।