We make a living by what we get, we make a life by what we give
সেই আদিমকাল থেকে অনেকই বিলেতে আসতে চায় তা সে হোক পড়ালেখা, চাকুরী, চিকিৎসা, কামলা ....!! বিবিধ কারনে এখানে বিভিন্ন দেশের মানুষের আগমন। মাঝে মাঝে মনে খটকা লাগে বাবা-দাদাদের কাছে শুনা বিলেত আর নিজের দেখা বিলেত কি এক জিনিস। যাই হোক সে কথা না হয় আরেক দিন হবে।
বেশ কিছুদিন হল বিলেতে। পড়াশুনার সুবাধে বেশ কিছু মানুষ এবং ইনস্টিটিউটের সাথে পরিচয়।
যারা মেইন স্ট্রিম ইউনিতে পড়াশুনা করবেন তাদের জন্য হয়ত হিসাবটা সহজ এবং অন্যরকম। ধরুন ব্যাচালর শেষ করতে আপনার প্রায় ৩০ লক্ষ টাকা টিউশন ফি গুনতে হবে ৩ বছরে। মূলত প্রায় ইউনিতে টিউশন ফি এখন বৎসরে ৮,০০০ থেকে ১৩,০০০ পাউন্ডের মত। একটু লক্ষ করলে দেখবেন ল্যাব বেইসড কোর্সগুলোর ফি তুলনামূলকভাবে বেশী হয় এবং এগুলো কলেজে অফার করে না।
কিন্তু যারা ব্যবসা অথবা কম্পিউটিং এবং ইনফু টেক (কম্পিউটর সায়েন্স নহে) বিষয়ে পড়াশুনা করতে চান এবং ব্রিটিশ ডিগ্রী লাভে আগ্রহী তারা হয়ত HNC & HND করতে পারেন কলেজ থেকে এবং ফাইনাল ইয়ারটি কোনো ইউনিভার্সিটি হতে করতে পারেন।
খুব ভালো ইউনিগুলো অবশ্য এটা ৩য় বৎসরের জন্য গ্রহন করে না। কিন্তু মাঝারি মানের ইউনিগুলো HND গ্রহন করে এবং ফাইনাল ইয়ার করার অনুমতি দেয়। যদিও বিষয়টি আপনার পার্সোনাল স্ট্যাটমেন্টের উপরও নির্ভর করে।
Find out more about HND @ Click This Link
এই ক্ষেত্রে আপনার পুরো ডিগ্রীর খরচ কমিয়ে ১৫ থেকে ১৬ হাজার পাউন্ডে আনা সম্ভব। আমার জানা মতে বেশীর ভাগ কলেজে HNC&HND করতে ৫ থেকে ৭ হাজার পাউন্ডের মত টিউশন ফি নেয়।
যদিও আপনি ইউনির ক্যাম্পাস লাইফ মিস করবেন কিন্তু বাকী টাকাগুলো দিয়ে মাস্টার্সটা সেরে নিতে পারেন। মাস্টার্সের ক্ষেত্রেও আপনি কলেজ থেকে ডিপ্লোমা এবং থিসিস করতে পারেন কিন্তু ইউনি থেকে করলেই ভালো হয়। কারন, বেশীর ভাগ কলেজের স্টাফ মাস্টার্স কোয়ালিফাইড, ডক্টর খুবই কমই আছেন।
PSW (Post study work) after BSc or Masters
ব্যাচালর করেই কিন্তু ইউ কে'তে PSW পাওয়া যায়। কিন্তু টিয়ার ১ জেনেরেল অথবা HSMP তে ভিসা বদলাতে হলে মাস্টার্স আব্শ্যক! আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা নিয়ে চিন্তা করেন না।
যদি PSW'র সময় আপনি মাস্টার্স করতে না পারেন তাহলে আবার স্টুডেন্ট ভিসায় ফিরে যেতে হবে! যদিও মাস্টার্স হলেই যে HSMP হবে তেমন কোনো কথা নেয় কারন এখানে আরো অনেক কন্ডিশন আছে! এটি নিয়ে আবার লিখব। আপাতত বিদায়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।