ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
১৯৪৭ এর সেপ্টেম্বরে প্রতিষ্ঠা পায় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA(Central Intelligence Agency) । যার প্রাথমিক কাজ হলো বিশ্বের অন্যান্য রাষ্ট্র ,সংস্থা এমনকি ব্যাক্তি বিশেষের উপর নজরদারি ও তাদের সমন্ধে তথ্য সংগ্রাহ ও সেই অনুসারে পলিসি ম্যাকারদের রিপোর্ট করা। অত্যন্ত গোপনিয়তার মাঝে দিয়ে সেই কাজটি সম্পন্ন করে সংস্থাটি। বিশ্ব জুড়ে বিখ্যাত ব্যাক্তিদের হত্যা,হত্যার চেষ্টা সহ এহন কোন কাজ নেই যাকে ঘিরে এই সংস্থার সম্পর্কে অভিযোগের শেষ নেই। সাম্প্রাতিক ইরাক যুদ্ধ তার অন্যতম উদাহরন।
যাক এই পোস্টের উদ্দেশ্য হলো সেই সকল রিপোর্ট যার ভিত্তিতে USA তার পলিসি তৈরি করে তা নিয়ে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও তার পুর্ব ও পরবর্তি নানা তথ্য পাওয়া যায় এসকল রিপোর্ট থেকে।
নিচের লিংকে রিলিসড তারিখ অনুসারে CIA এর রিপোর্ট গুলি আছে।
প্রতিটি রিপোর্ট দুই ভাবে আছে,প্রথমে মুল রিপোর্ট খানা টেক্সট ফরমেট এ html এ পাবেন,এর ঠিক নিচে Original document নামক আরেকটি লিংক পাবেন যাতে স্কেন করা রিপোর্টটি দেখতে পারবেন।
সার্চ অপশনটিতে আপনি CIA report এর পর সাল ও যে দেশের ব্যাপারে খুজছেন তার নাম লিখে দিলে সহজেই পেতে পারেন কাংখিত রিপোর্টটি।
অনেক খুজেছি এত দিন এই রিপোর্ট গুলি,আগে এলোমেলো ভাবে কিছু রিপোর্ট পেলেও পুর্নাঙ্গ ভাবে পাই নি। তাই হঠাত একটি সাইটে সব গুলি এক সাথে পাওয়ায় শেয়ার করলাম।
CIA REPORT ARCHIVE
CIA Official Site
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।