আমাদের কথা খুঁজে নিন

   

অলস রোগে আক্রান্ত আমি! কাম কর্তে মন চায় না!! আবজাব লিখা



হাতে অনেক কাজ! কালকেই সব শেষ করবো। আজকে এট্টু আ্য়েঁস বসে বসে হাভি কাজ কর্তেসি! টেবিলের চারপাশে এক গাদা ফাইল, মানুয়ালস, কাগজ! চোখ কম্পুতে! দেখলে মনে হয় অনেক কাজ কর্তেছি! তিন দিন ধরে একই অবস্থা! গিট্ঠু দিয়া বসে আছি কিছু Spare parts order করবো। মনই বসে না। খানিক পর পর খবরের কাগজের সাইটে, সামুতে, না হলে বাসায় ফোন করে মাইয়াডা লগে এক্টু ঝগড়া, বউয়ের লগে কথা, আম্মার বাগানের গল্প সব করা হয়, কাম আর আগায় না। বসে ভাবি সমস্যাটা কি? -- মাস শেষের পেপার ওয়ার্ক শেষ কর্ছি! ক্লান্ত!! -- বাসায় যাওয়ার আগে Spare parts order কর্তে হবে। দুই সপ্তাহ বাকী আছে। আসলে অলস রোগে আক্রান্ত আমি। তিন দিন কোন জাহাজ আসে নাই। তো বইয়া বইয়া লম্বা উইক এন্ড!! অফিসে আসি, বসে থাকি উমাইন্না মুরগীর মত কম্পুর সামনে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।