আমি তোমাকে অতোটা পছন্দ করতাম না।অথবা সহজভাবে নিতে পারতাম না অনেক বড় বলে!কিন্তু দিনে দিনে বুঝেছি তুমি এই জীবনে কতোটা অপরিহার্য!একদিন তোমার একটা ডায়েরী খুঁজে পেয়েছিলাম,ভেবেছিলাম তুমি ওটার পাতা আর ওল্টাও না!ইচ্ছে মতোন লিখতে খুব ভালো লাগতো।কি কস্ট দিচ্ছে কি তাড়িয়ে বেড়াচ্ছে সব বলে যেতাম তোমার ডায়েরীকে দিনের পরদিন!তোমার একটা ছবি ছিলো ঐ ডায়েরীর প্রথম পাতায়,তাকালেই কথা বলা শুরু করতো আমার সাথে!তাই আসল তুমিটা কে শত্রুর মত এড়িয়ে চলে ডায়েরীর পাতা আর সেই কথা বলা ছবিটা কে আপন করে যা বলে যেতাম,শত্রু তুমি পড়তে আর হাসতে!আর যেদিন বুঝিয়ে দিলে খুব নিয়মিত তুমি পাতা ওল্টাও!লজ্জায় প্রতারিত হয়ে কেঁদে ফেলেছিলাম!বলেছিলাম ওটা আমার ছবি আমাকে ফিরিয়ে দাও!!হুম ছবিটা কথা বলতো বলে তুমি ছবিটা নস্ট করে ফেলেছিলে!!!আমি তোমাকে চাইনি।আমি ডায়েরীর পাতা'র "তোমাকে"চেয়েছিলাম!যে ডায়েরী আজো আছে কিন্তু আমার হাত আর তা স্পর্শ করেনা!সেই ছবি আজো নষ্ট মুখ নিয়ে অপেক্ষায় কিন্তু আমি কথা বলতে পারিনা!বিশ্বাস করো!আমি আমার মন কে কিচ্ছু দিয়ে মানাতে পারিনা যখন স্মৃতি হাতড়ে ঘৃণার উপকরণ পাওয়া স্বত্বেও এই ব্যাপার গুলো ফিরে ফিরে আসে,আমি খুব ভালো ছিলাম তোমার ডায়েরী নিয়ে,আমি খুব সুখি ছিলাম একটা কথা বলা ছবি নিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।