চিন্তা করছি
Mon, Nov 2nd, 2009 4:59 pm BdST
Dial 2324 from your mobile for latest news
ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে স্থানীয় মুদ্রায় ক্রেডিট কার্ডে লেনদেন ও বিল পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারটি এ দিনই দেশের কার্যরত সকল তফশীলি ব্যাংকের প্রধান নির্বাহীদের (ব্যবস্থাপনা পরিচালক) কাছে পাঠিয়ে দেওয়া হয়।
দেশে এই প্রথম এ ব্যবস্থা চালু করা হল। এর ফলে এখন থেকে ঘরে বসেই কোনো গ্রাহক অনলাইনে দেশীয় মুদ্রায় পণ্য কেনার সুযোগ পাবেন।
এ ছাড়া একজনের হিসাব থেকে আরেকজনের হিসাবেও অর্থ লেনদেন করা যাবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর ফলে অনলাইনে যেকোনো গ্রাহক তার যেকোনো বিল (সেবাসংক্রান্ত) প্রাপককে ( সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান) পরিশোধ করতে পারবেন।
"এতোদিন ক্রেডিট কার্ড দিয়ে কিছু কিনতে হলে সংশ্লিষ্ট দোকানে যেতে হতো। এখন থেকে সেটির দরকার হবে না। "
এ ব্যবস্থার ফলে বাংলাদেশে ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তির এক নতুন সংযোজন হবে বলে জানান গভর্নর।
সার্কুলারে বলা হয়, অনলাইন পরিশোধগুলো নগদ লেনেদেনের সমতুল্য গণ্য হবে এবং এগুলোর জন্য অর্থপাচার প্রতিরোধ আইন ও সে সূত্রে জারি করা বিভিন্ন সার্কুলার/সার্কুলার পত্র/নির্দেশনাবলী অনুসরণ করা হবে।
অনলাইনে লেনদেনের এ সুযোগে যাতে অর্থপাচার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্যও ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে সার্কুলারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/জিএনএ/১৭২০ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।