শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
আজকে রস+আলো'র ১৯তম পৃষ্ঠায় যাপিত রস অধ্যায়ে "গণিতের ১১ কৌতুক" শিরোনামে কিছু কৌতুক দেখলাম। বলা হয়েছে, কৌতুকগুলো ওয়েবসাইট অবলম্বনে সংগ্রহ করেছেন জনৈক "রিসাদ মেলান"।
বাংলা কৌতুক, তাও আবার গণিতের উপর, দেখে একটু অবাক হলাম! চোখ বোলাতে বুঝতে পারলাম, প্রথম আলো ব্লগ এবং সামহ্যোয়ার ইন ব্লগ-এ "গণিতের সপ্ত কৌতুক" নামে যে ধারাবাহিকটি চালু করেছিলাম, ওখান থেকে কৌতুকগুলি হুবহু তুলে দেয়া হয়েছে। কৌতুকের মূল লেখক নিরূপণ করা মুশকিল, মানি, কিন্তু
(১) আমার কৌতুক সবগুলি একেবারে আক্ষরিক অনুবাদ ছিল না। বেশ কিছু পরিমার্জিত, পরিবর্ধিত ছিল।
(২) এ ছাড়া রস+আলো'র কিছু কৌতুক আমার পোস্টে "অন্যের মন্তব্য" আকারে ছিল।
রিসাদ মেলান অন্তত "প্রথম আলো ব্লগ" এবং "সামহ্যোয়ার ইন ব্লগ"-এর নাম উল্লেখ করতে পারতেন! নিঃসন্দেহে কৌতুকগুলো একেবারে নবীন এবং অন্য কোনো ওয়েবসাইটে মূল হিসেবে থাকার প্রশ্নই উঠে না।
আমি এখন আমার "শব্দ-রাজ্যে অভিযান" পর্বটি নিয়ে চিন্তিত। কোন দিন যে কে সংগৃহীত বলে চালিয়ে দেয়!
কী করা যায়, বলুন তো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।