আমাদের কথা খুঁজে নিন

   

নয়ন জুড়ে রেখো মোরে, পরাণ খুলে ডেকো..............

পরাঞ্জয়ী...

শুভ্র, দেরীতে হলেও জবাব দিয়েছ। খুশি হলাম। তোমার চিঠিটা পড়তে পড়তে মনে হচ্ছিল আমি বুঝি তোমায় দেখতে পাচ্ছি, লিখতে লিখতে কখনও তুমি ভ্রু কুঁচকে, নাক সিঁটকে আবার কখনও লেখা থামিয়ে গালে হাত দিয়ে ভাবছো কি লিখবে আর! আচ্ছা শুভ্র, সত্যি করে বল তো, তোমারও কি আমার মত অস্থির লাগে আজকাল? আনমনে হাসি পায়? ভরা পূর্নিমায় শরীরের রক্ত কণা গুলো নেচে ওঠে? রোজ রাতে সবাই ঘুমিয়ে গেলে আঁধার ঘরে উষ্ণতা খোঁজে মনটা? কিংবা দুটি তপ্ত ঠোঁটের নিবিড় স্পর্শ?? সেদিন বলেছিলাম দুচোখ যেদিকে যায় চলে যাবো। বললে "আমাকে নেবে না সাথে?"। এভাবে বললে, এমনি আকুতি জানালে ফেলে যাবার সাধ্য কার হবে বল??!! অবশেষে স্বীকার করলে, দুরে গিয়েও দায়িত্ব পালন করা যায়! চলনা পালিয়ে যাই।

সবার চোখের আড়ালে কোথাও!!! আমাদের যার যার আপনজনেরা জানবে আমরা তাদের প্রতি আমাদের যত দায়ভার তারই দফারফা করছি, একা আছি। শুধু তুমি আর আমি জানবো আমরা দুজন আছি দুজনের জন্য, খুব কাছে! চলনা শুভ্র!! জীবনে মাঝে মাঝে নিজেকে নিয়েও ভাবতে হয়। এক জীবনে এই চাওয়াটুকু কি খুব বেশি?!! দেশের মাটি ছাড়তে বড় কষ্ট হবে জানি। হোকনা! আমার একটা অতীত আছে। থাকনা।

এটুকু করইনা আমার জন্য!! কথা দিচ্ছি পুষিয়ে দেব!! কোনদিন ঝগড়া কোরবোনা, তিন বেলার দুই বেলা আমি রাধঁবো,টিভির রিমোট নিয়েও কোন ঝগড়া কোরবোনা, খেলার চ্যানেল গুলোই চলবে তুমি যতক্ষন বাসায় থাকবে! সত্যি বলছি!! বিনিময়ে আমাকে দেবে একটা ছোট্ট ঘর। দালান নয় স্রেফ একটা ঘর! ক্লান্ত দেহে যে ঘরে ঢুকে শান্তি পাওয়া যায়, অনায়াসে বলা যায় "আমার"। আমার সুমনা নামের "সু" টুকু ফিরিয়ে দেবে আবার! মন ভরে ভালবাসবে, অসীম, অবারিত!! ব্যাস এটুকুই! ভয় কি শুভ্র?? "ভালবাসি" শব্দটার সবচেয়ে বড় আবেদন "ভালবাসি"। এর আগে পরে আর কিচ্ছু নেই! দায়বোধের দোহায় দিয়ে সেই ভালবাসাকে তুচ্ছ করবার দায়বদ্ধতা কি দিয়ে এড়াবে বল তো?!! তাই না হয় দুজন মিলে শ্যামও রাখলাম কূলও রাখলাম! এতকথা অকপটে কি করে যে বলছি তোমাকে সে শুধু আমিই জানি!! যদি বল নিজে থেকে এই সমর্পণে আমার কোন আত্মগ্লানিও কি কাজ করছেনা??!! আরে বোকা আত্মার কাছে আত্মসন্মানের কি মূল্য আছে বল?!!! শুভ্র, আজ যা কিছু চাইলাম সে আমি প্রসাদ হিসেবে চাইনি, অর্ঘ্য চেয়েছি! দেবীত্ব পেয়েছি অনেক আগেই, পূজারী মনের মত হয়নি কখনও। আজ যখন মন মত পুজারী পেলাম, নিজেকে সংবরন করতে পারলাম না কিছুতেই! তাই বলতে পার এভাবে চেয়ে নিলাম।

আমার জন্মান্তরের অহংকারী পায়ে লুটিয়ে দাও তোমার সর্বস্ব! কথা দিলাম তেষ্টার তুষ্টিতে তৃপ্তি নিয়েই অঞ্জলী ভরে বর দেব! এতটুকু কার্পন্য হবেনা!! তোমার প্রণতির প্রতীক্ষায়................ সুমনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।