Khan IT Source
অধীর আগ্রহের সম্পদ.......
খুব একটা যে চোখে পরবার মতন ও' তা ও' না,
গাঢ় একটা কালো আকাশ ঊঠে যখন আসে এমন আঁধারে
এমন একা সময়ের একাকিত্বে.......................
তাকে আমি চোখে দেখি চোখ বুজলেই,
তাকে আমি হারিয়ে খুজি এই এমন একটা এমনটাতেই,
কিছু অন্যরকম ভালোলাগা এই আধাঁর ঘেষে...........
আমার পাশে আলতো পায়ে কাছে এসে চলে যায় আঁধারে
আবার, একটা অবকাশ যন্ত্রনার হাত ধরে.....
হাত ছেরে আবার নির্লপ্তের পথ ধরে.....
খুব একটা ভাবনা ছিলো যে ওমন করে ও' তা ও' না,
ওর একটা শব্দ, একটা অক্ষর, একটা কথা................
আমার ক্লান্ত শরীর জুড়ে শ্রান্তির ধুলো জরিয়ে দেয়,
আমার কথার ক্লান্তী গুলোর ঘুম পারিয়ে দেয়.......
খুব অন্যরকম অভিপ্রায়ে.........,
তাকে আমি চোখে দেখি চোখ বুজলেই,
তাকে আমি হারিয়ে খুজি এই এমন একটা এমনটাতেই,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।