আমাদের কথা খুঁজে নিন

   

তার হাতে কুড়ানো বাতাস

ডুবোজ্বর

০২১১০৯ পুতুল নাচতে ভুলে গেছে থমকে আছে আঙুলের সুতো শাদাটি চালতার নির্যাস কালোটি বকুলের কচিফল ইঁদুরের কানে ঝুমকোলতা সে আরোহী অপসৃয়মাণ দেয়াল বিভেদ করে আসে তার দুহাত প্রসারিত সুরে সে তো পূর্বাপর রক্তক্ষরণ সে আসে মুখর নৈরব তার হাতে কুড়ানো বাতাস সে আকাশের ফুল মিথ্যা তার ভাঙা ভাঙা হাসি আমি জলে তার মুখ দেখি -------------------------------- রাত ১:২৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।