সবুজের জন্য ভালবাসা ।
শেষ যখন আমি বেঁচে ছিলাম, আমি একটা কুকুর ছিলাম!
মানুষের পায়ের কাছে বসে থাকতাম আমি এক টুকরো হাড্ডির আশায়,
কিন্তু মানুষ আমাকে অরুচিকর ভেবে ঘৃণায় তাড়িয়ে দিত,
শেষ যখন আমি বেঁচে ছিলাম, আমি একটা অরুচিকর কুকুর ছিলাম!
শেষ যে কয়টা দিন আমি বেঁচে ছিলাম, তা মহাকালের তুলনায় অতি নগণ্য ছিল
তবুও সেই নগণ্য কালই আমার কাছে অনন্ত কাল বলে মনে হত।
প্রতিটা দীর্ঘ দীর্ঘ দিবস পার করার আশায় আমি প্রহর গুনতাম
এক একটা দিন শেষ হওয়া মানে মৃত্যুর দিকে এক একটা ধাপ এগিয়ে যাওয়া
আর যা কিনা আমার চির আরাধ্য গন্তব্য ছিল।
শেষ যখন আমি বেঁচে ছিলাম আমি একটা মৃত্যু প্রার্থী কুকুর ছিলাম!
শেষ যে জীবনটা আমি পেরিয়ে এসেছি, তা মেঘে ঢাকা সন্ধার মত বিষণ্ণ ছিল
তাতে অসীম মহাশূন্যের অসম্ভভ শুন্যতা ছিল।
শামুক যেমন নিজেকে গুটায়, আমিও তেমন গুটিয়ে ছিলাম।
মানুষের এক একটা লাথি খাবার পর আমি ভাবতাম এবার আমি হরিনের মত ছুটব
কিন্তু নিজের মাঝে বেড়ে ওঠা অসম্ভভ বিষণ্ণতার কারেনে সেই ছুটা কখনোয় আমার ছুটা হত না।
শেষ যখন আমি বেঁচে ছিলাম আমি একটা বিষণ্ণ কুকুর ছিলাম!
শেষ যে জীবন টা আমি কাটিয়েছি , তা শুধু মৃত্যুর আশাতেই কাটিয়েছি।
মরে যেতে কতভাবে আমি কতই ত চেয়েছি,
শুধু মাত্র একটা কুকুর ছিলাম বলে স্বাধীন ভাবে আমি মরতেও পারি নি,
নিজেকে নিজে হত্যা করার অধিকারটুও আমার ছিল না।
তাই আমি যখন মরি, ধুঁকে ধুঁকেই মরেছিলাম।
শেষ যখন আমি বেঁচে ছিলাম, আমি কুকুর হয়ে বেঁচে ছিলাম!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।