কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
আমার ভাইয়ার বন্ধু। গত আগস্টে দেশে গিয়ে বিয়ে করে এসেছে। বধুর সাথে তিনমাস ফোন প্রেম চলার পর পারিবারিক ভাবে বিয়ে। দেশ থেকে আসার সময়ই ভাইয়া সাথে করে ভাবীর সব ডকুমেন্টস নিয়ে এসেছে। যাতে করে যত তারাতির সম্ভব ভাবীকে নিয়ে আসা যায়।
স্বাভাবিক নিয়মে ইতালিতে বউ আনতে মাস তিনেক লাগার কথা। ভাইয়াই সেটাই জানে আর ভাবীকেও তা বলে এসেছে। কিন্তু এখানে আসার পর কাগজ জমা দিয়েছে ইমিগ্রেশন অফিসে। গত কাল চিঠি পেয়েছে ইমিগ্রেশন অফিস থেকে। তাকে বলেছে আগামী জুলাই মাসে তুমি সব কাগজ নিয়ে আসবে তারপরে আমরা ছয় মাসের মধ্যে ইনভাইটেশন লেটার দেব তোমাকে।
(ইনভাইটেশন লেটার পেয়ে দেশে পাঠানোর পর ভিসা পেতে মাস তিনেকও লাগতে পারে। )
এখন আমার ভাইয়া আস্তে কাদবে না, চিৎকার করে কাদবে তা ঠিক করে উঠতে পারছে না। আমি ফোন করে সান্তনা দিলাম । আমাকে বলে কত কথা দিয়ে এসেছি তিনমাসের মধ্যে নিয়ে আসব। আর এখন...........ব্য্য্য্য্য্য্য্য্য।
আমাকে মেরে ফেলবেরে ভাই.........আমি বলি তাহলে তুমি বেচে গেছ। বছর দেড়েক আরামে থাক........চলে আসলে তো তোমার মাথার খুলি ধোলাই করবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।