আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো থেকে সংকলিত।



প্রথম আলো,১৫ই জানু্যারি,বৃহস্পতিবার ২০০৯ইং। আনন্দ ক্রোড়পত্র শিরোনাম;গানরাজের ১১। আশা,অলোকা,ইমরান,জুয়েল,কবি,পড়শি,স্মরন,সদ্য,উদয় ও ঝুমা ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার সেরা ১১ জন। প্রতিযোগিতার কারনে নিয়মিত ক্যাম্পে থাকতে হচ্চে ওদের। তাই বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি ওরা সবাই।

বিষয় টিকে বিশেয বিবেচনায় নিয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ন করার জন্য চ্যানেল আই থেকে একটি করে আবেদন পত্র যায় প্রত্যেকেরই স্কুলে। গানের পাশাপাশি লেখাপড়াও তারা বেশ ভাল বলেই স্কুল কর্তৃপক্ষ ওবিশেয বিবেচনায় নেয় বিযয়টি। প্রত্যেকই দেওয়া হয় অটোপ্রমোসন। আর দেবেই বা না কেন,এখন দেশে ও প্রবাসে বাংলাদেশি টিভি দর্শকদের চোখের মনি ক্ষুদে গানরাজের ১১ প্রতিযোগি। অনুলিপি।

প্রথম আলোর মাসতুতো ভাই চ্যানেল আই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।