আমাদের কথা খুঁজে নিন

   

অমি রহমান পিয়াল যৌবনযাত্রার কেউ নন

মেজাজ বিলা !

আমি তেমন একটা লেখালেখি করি না, অভ্যাস নাই বললেই চলে, শুধুই পড়ি। তবে আজকে একটা ব্লগ দেখে খুব খারাপ লাগল, তাই এই লেখাটা লিখতে বসলাম। Click This Link আমি যৌবনযাত্রার সাথে আছি আজ প্রায় দুই বছর। আমি যৌবনযাত্রায় মডারেটর হিসাবে ও কাজ করেছি ১ বছর। এখন ও করছি।

অনেকেই হয়ত আমাকে গালি দিতে পারেন, দেন ভাই। তাতে আমি কিছু মনে করব না। কিন্তু একজন ভাল মানুষকে শুধু শুধু অপরাধী করাকে সমর্থন করতে পারছি না, নিতান্ত মনে টানেই লেখাটা লিখা। অমি পিয়াল যখন যৌবনযাত্রায় প্রবেশ করেন, তখন এর মালিকানা বদল হয়েছে অপুর্ব ভাইয়ের কাছে ( উনার আইডি বাঘ মামা) । আমি মালিকানা পরিবর্তন এর পরেই মডারেটর হই।

আমি পিয়াল তখন ধীরে ফোরামে জনপ্রিয় হয়ে উঠেছেন। যৌবোনযাত্রায় মালিকানা পরিবর্তনের পর প্রথমেই যেটা করা হয়, হিডেন ক্যাম বন্ধ করা। পাইলেই খাড়া ব্যান মারা হইত। তারপর বুকাচোদা, যৌনরাজ, এই টাইপের যুত আই,ডি আছে সব ব্যান মারা। তাদের প্ল্যান ছিল এইটাকে ধীরে পরিবর্তন করা হবে।

[প্রথম দিকে তিনি রেড লাইট এরিয়াতে থ্রেড দিতেন এবং এর মাঝে অমি রহমান পিয়াল নিজেকে জনপ্রিয় করে তুলেন। পরের দিকে তিনি শুধু মুক্তযুদ্ধ নিয়ে থ্রেড ওপেন করতেন, বা এখন ও যৌবনযাত্রায় শুধু তিনি ব্লগ লিখেন, তাও মুক্তিযুদ্ধ নিয়ে শুধু। তো তিনি এডমিন লেভেল এ ভাল খাতির করতে সক্ষম হন এবং যৌবনযাত্রার প্রতিটা মেম্বার কে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে নাড়া দিতে সক্ষম হন। এই সাইটের মেম্বার প্রায় ১ লাখ। এখন কথা হল, উনি যদি এই কৌশল অবলম্বন করে এক লাখা মানুষকে নাড়া দেন, তাহলে সমস্যা কোথায়? এই মানুষটা আমার অনেক শ্রদ্ধার একজন মানুষ।

তার মুক্তিযুদ্ধ নিয়ে এতটা উন্মাদনা আমাকে সব সময় মুগ্ধ করে রাখে। স্যালুট পিয়াল ভাই ! ( আমাকে ক্ষমা করবেন, কেউ কস্ট পেয়ে থাকলে, কথাগুলো শুধুই আমার মনের কথা) সবাইকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।