আমাদের কথা খুঁজে নিন

   

সখি ভালবাসা এরেই কয় ।



আজ এক বিচিত্র ভালবাসার কাহিনী লিখবো। লাইলি-মজনু, শিরি-ফরহাদ, ইউসুফ-জুলেখা, ববি-বাসু, চন্ডিদাস-রজকিনি, এডওয়ার্ড-এডউইন, রোমিও-জুলিয়েট, রাম-সীতা, দেবদাস-পার্বতী, এদের ভালবাসা স্মৃতির মিনারে আজও জ্বলছে। ১১২ বছর বয়সের বৃদ্ধ ১৭ বছরের কিশোরিকে ভালবেসে জয়ী হয়েছেন এবং বিয়েও করেছেন।বৃদ্ধের আরও ৫স্ত্রী এবং ১৮ সন্তান রয়েছে, বর আহ্‌মদ মুহাম্মদ দোরে বলেন বহু আগে থেকেই কনে সাফিয়া আবদুল্লেহকে তার ভাল লেগেছিলো কিন্তু বয়স না হওয়ায় তা প্রকাশ করেননি, আর যখন প্রকাশ করেছেন কনেও তা সাদরে মেনে নিয়ে ধুমধামে বিয়েও করেছেন ।বিয়েতে আমন্ত্রিত অতিথির চেয়ে দূর দূরান্ত থেকে আগত উৎসুক মানুষের ভীড় ছিল বেশী। যদি কোনো রকম একজন সন্তান জন্ম দিতে পারেন তাহলে সারা দুনিয়ায় হই চই পরে যাবে।সোমালিয়ার এই বৃদ্ধ আরও বলেন ,ভালবাসার দির্ঘ্য অভিজ্ঞতা দিয়ে তিনি কনের মন জয় করেছেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।