FB -- nahid.djmc@gmail.com
বাবা বলেছিলেন ............. "সমালোচনা সবাই করে। সবার সমালোচনাকে গায়ে লাগাতে নেই। যে ভালো, যার সমালোচনার গুরুত্ব আছে, তার সমালোচনাকে গায়ে লাগাও।
আর যে খারাপ সে যদি সমালোচনা করে তো বুঝবে ঠিক পথেই আছো।বরং একজন খারাপ মানুষের প্রশংসা পেলেই নিজের কাজকে আবার পরীক্ষা করে দেখবে যে ঠিক পথে আছো কিনা।"
আজ খেয়াল করলাম..................... বাংলাদেশী পর্ণ ওয়েব সাইটগুলোর এক স্বঘোষিত নায়ক আমাকে তার ব্লগে ব্লক করেছেন।
তারপর থেকেই খুব শান্তি লাগছে। পর্ন ভিডিওর ব্যবসাকারীর ব্লগে ব্লক হওয়া তো সম্মানের ব্যাপারই হওয়ার কথা। বরং সেই ব্যাক্তি হাসিমুখে ২-৪ টা উত্তর দিলেই নিজের চরিত্র নিয়ে টেনশনে পড়ে যেতাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।