এ জন্য ভাড়ায় ছোট আকারের দুটি উড়োজাহাজ (টার্বোট্রুপ) আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানের ব্যাবস্থাপনা পরিচালক কেভিন স্টিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা নভেম্বরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা করে এগোচ্ছি। আর এ জন্য দুটি টার্বোট্রুপ জাতীয় উড়োজাহাজ ভাড়ায় আনার প্রক্রিয়াও চলছে। ”
“উড়োজাহাজগুলো পাঁচ বছরের জন্য ড্রাই লিজ পদ্ধতিতে নিয়ে আসা হবে। আশা করছি নভেম্বরের এক তারিখের আগেই সেগুলো বিমানের বহরে যুক্ত হবে।
”
জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ ব্যয় কম হওয়ায় সাধারণত আকাশ পথে স্বল্প দুরত্বে ফ্লাইট চালানোর জন্য টার্বোট্রুপ জাতীয় উড়োজাহাজ বাণিজ্যিকভাবে বেশি লাভজনক।
বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ ফ্লাইটে সিলেট এবং চট্রগ্রামে যাত্রী আনা নেয়া হয়।
অভ্যন্তরীণ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে বিমানের পরিকল্পনা জানতে চাইলে কেভিন স্টিল বলেন, “আমরা সিলেট এবং চট্রগ্রামে সকাল সন্ধ্যা ফ্লাইট চালাবো। একই সাথে সপ্তাহে প্রতিদিন একটি করে ফ্লাইট থাকবে কক্সবাজারে। ”
এছাড়া যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটেও ফ্লাইট চালু হবে বলে জানান তিনি।
তবে এসব রুটে সপ্তাহে কয়দিন ফ্লাইট চালানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইটি টার্বোট্রুপ উড়োজাহাজ ভাড়ায় আনার জন্য দুই দফা বিজ্ঞপ্তি দিয়েও এখনো সাড়া পায়নি বিমান।
উড়োজাহাজের অভাবে বিমানের অভ্যন্তরীণ রুটগুলো বন্ধ রয়েছে বেশ কয়েক বছর আগে থেকে। সর্বশেষ ২০১১ সালে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলরত অভ্যন্তরীণ ফ্লাইট ব্ন্ধ করে দেয়া হয়।
বিমান ছাড়াও দেশের তিনটি বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ এবং নভো এয়ার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালিয়ে এলেও এগুলোর সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।