আমাদের কথা খুঁজে নিন

   

আমি আর আমার একফালি আকাশ

যখন একা বসে ভাবি তখন সেই ভাবনাগুলোই গান হয়ে যায়। তারপর গীটারটা হাতে নেই সেই ভাবনাকে সুরের মূর্ছনায় ছড়িয়ে দিতে। এভাবেই চলছে গান, ভাবনা আর বেচে থাকা।

কখন কোথায় থেমে যাবে জীবনের গতি কে-ই বা বলতে পারে ! সময়ই তো বলে দেয় কোথায় কার গন্তব্য,তাই না? তবু স্বপ্ন দেখার তো কোন শেষ নেই। রাস্তার টোকাইও তো একদিন স্বপ্ন দেখেছিল ডাক্তার অথবা অনেক বড় কিছু হবার কিন্তু সেই স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেছে।

আর আমি? আমি তো স্বপ্ন দেখতেই শিখিনি। তবুও মনের অজান্তে কখন যেন দু'চোখ মেলে তাকিয়ে ছিলাম আকাশের দিকে। আকাশের তারাগুলো তখনো জ্বলছিল, চাদটাও মেঘের ফাক দিয়ে উকি দিচ্ছিল। হঠাৎ পৃথিবীটা বড় নিস্তব্ধ মনে হল আমি চমকে উঠে নিচে তাকালাম। আর তখনি বুঝতে পারলাম আমার ঘুমিয়ে থাকা স্বপ্নটা আর নেই,হারিয়ে গেছে।

তারপর? তারপর একসময় আবার সব আগের মত। আবারও তারারা জ্বলে উঠেছিল কিন্তু আমার আকাশটা আর কোনদিন ঝিলমিলিয়ে হাসেনি। তাতে কি? জীবন তো তবুও থেমে রয়নি, আর রবেও না। কারণ নিয়মটাই তো এমন, আর আবেগ তো শুধুই আবেগ। স্বপ্ন ভেঙ্গে যাবে, নতুন স্বপ তৈ্রী হবে আবার একদিন সেটাও ভেঙ্গে যাবে।

আর তারপর একদিন যে মানুষটা স্বপ্ন দেখত সেই মানুষটাই হারিয়ে যাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।