আমাদের কথা খুঁজে নিন

   

চরম উত্তেজনাময় Blue film টা দেখলাম...



আমার আসলে দেখার ইচ্ছে ছিলনা। কিন্তু আমার বন্ধুরা এমন করে ধরলো। না করতে পারলাম না। তারা পারেও। এতো এতো দেখে এসব, তাও মন ভরে না।

সারাদিন এসব নিয়ে পড়ে থাকে। আমি বুঝাই, ভাই এগুলোর তো একটা টাইম আছে। কে শোনে কার কথা! তাদের কথা হচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। আর কদিন আছেই। বন্ধু-বান্ধবরা একসাথে দেখার একটা মজাও আছে।

কদিন পরে তো একেজেন বিয়ে করে হারিয়ে যাবি। তখন কী আর এসব দেখা যাবে। যাই যেই ভাবা সেই কাজ। তারা কন্টিনিউ দেখছিল। love aaj kal, life partner, new york, blue... আমি blue থেকে যোগ দিলাম।

ভালো লাগলো। চরম উত্তেজনাপূর্ণ অ্যাকশন মূলক film. তার উপর প্রিয় অক্ষয় কুমার আছে। সবচেয়ে বড় কথা এ.আর রহমানের মিউজিক। সব মিলিয়ে ভালো লাগলো । আপনিও দেখতে পারেন।

তবে দেখে বেশি কাউরে বলতে যাবেন না। কারণটা আমি বুঝলাম না, যাকেই বলতে গেছি Blue film টা দেখলাম সেই কেন জানি অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।