আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ(রিপোষ্ট)



ছোট্ট একটি দেশ। আয়তনে কোন কোন দেশের একটি জেলা(state) এর থেকেও ছোট। অথচ যদি বলি বলেন দেখি এর সমস্যা গুলো কি কি?জানি সবাই পারবেন। ঢাকায় যারা থাকেন তারা তো প্রথমেই বলবেন যানযট এর কথা। তারপর একে একে বলতে শুরু করবেন পানি,বিদ্যুৎ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,বেশি বাসা ভাড়া আরও কতো কি?গুনে হয়তো শেষ করা যাবে না।

গ্রামের মানুষেরা হয়তো বলবেন সেচ বা কৃষি সর্ম্পকিত নানা অভিযোগ এর কথা। এছাড়াও আছে নানা জাতীয় ও আর্ন্তজাতিক সমস্যা। সব কি কিন্তু সত্যি। কঠিন বাস্তব। চারিদিকে এই হতাশার মাঝে আজ তাই কিছু আশা দেখাতে এসেছি।

জানি না কতোটুকু পারবো?বাংলাদেশ সর্ম্পকে আজ কিছু পুরানো কথা নতুন করে মনে করিয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ১.আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। (যদিও বর্তমানে আমরা যে আধুনিক তথা বিকৃত ভাবে কথা বলছি তা জানলে হয়তো সেদিন হয়তো তারা প্রাণ দিত না অথবা আমরা সেই ইতিহাস ভুলে গেছি নাইলে কিভাবে পারছি?) ২.সবথেকে কম অথচ সবথেকে বেশি প্রাণের বিনিময়ে একমাত্র আমরাই স্বাধীনতা পেয়েছি। ৩.বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকেই নির্বাচিত হন। ৪.বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত বাংলাদেশের।

৫.সবথেকে বড় মানগ্রোভ বনটিও বাংলাদেশে অবস্থিত। ৬.বৃহত্তম তিনটি চা বাগানের একটি বাংলাদেশে। ৭.বিশ্বের সবথেকে বড় ৭টি নদীর ২টি বাংলাদেশে(মেঘনা ও যমুনা)। ৮.উত্তোলন যোগ্য খনিজ এক দিক থেকে আমরাই সেরা। কেননা একমাত্র বাংলাদেশেই গ্যাস,কয়লা এবং তেল একসাথে উত্তোলন করা হচ্ছে।

৯.বিশ্বে যে ১১টি দেশে "আগর" চাষ করা যায় আমরা তার মধ্যে একটি। ১০.চট্টগ্রাম সমুদ্র বন্দর বিশ্বের একমাত্র বন্দর যেটি তিন দিক থেকে সুরক্ষিত। এছাড়াও আরও অনেক আছে। দেখুন তো আশা করতে পারেন কিনা?আজ থেকে কেউ যদি বলে বাংলাদেশ এ সমস্যা ছাড়া আর কি আছে তখন কি চুপ করে থাকবেন না একটু আশার কথা শুনিয়ে দিবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।