আমাদের কথা খুঁজে নিন

   

আজ আজম এর জন্মদিন - এক মহাকাশ শুভকামনা

ক খ গ ঘ...
৩১-অক্টোবর-২০০৯ আজ আজম এর জন্মদিন। ১. আজমের সাথে যখন আমার প্রথম দেখা হয় তখনও ২হাজার বছর আগে মহাকাশের ২টা ছোটখাটো গ্রহের সংঘর্ষে তৈরি হওয়া আলোকরশ্মি ৩হাজার আলোকবর্ষ পাড়ি দিয়ে এই পৃথবীতে পৌছুতে পারে নি। ২.আবার এদিকে ফিংগারপ্রিন্ট রিকগনিজশন সিস্টেমটাও আজমের মাথাও একবারের জন্যও ফ্ল্যাশ করে ওঠে নি , যেটা কিনা এবছর বাস্তবের মুখ দেখার জন্য আজমের দিন রাত সব এক করে বারটায় থামিয়ে দিয়েছে...। ৩. যাই হোক আমি সাই-ফাই লিখতে পারি না- জন্মদিনে উইশ করার জন্য সেরকম কিছু একটা লিখতে গিয়ে , মাথাটা বেদম চুলকাতে লাগল, চুলকাতে চুলকাতে হঠাৎ মনে হল কি যেন- দেখি মাথার ব্যাপক সংখ্যক চুল আংগুলে উঠে এসেছে। তারপর সাই ফাই হাই দিয়ে লেখা বন্ধ করে দিলাম।

পুরো লিখতে গেলে লেখা শেষ হবার আগেই সব চুল নাই হয়ে যেত। চুল নাই হয়ে গেলে খালি মাথা চুলকালে তো আর কোন লেখা বেরত না। টেকো মাথার শোকে পাগলদশা দেখা দিত...। তাই লেখা বন করি । ৪. কলেজে থাকতে আজম কে নিয়ে একখানা কোবতে লিখেছিলাম- ওটা এই পোস্টে দিব না।

ঐ কবিতা নিয়ে বরং আরেকটা পোস্ট দিব। ওটার বদলা হিসেবে আজম আরেকটা কোবতে লিখেছিল... সেটা নিয়ে নাহয় আজম-ই পোস্ট দিক আজমের জন্মদিনে অনেক অনেক শুভকামনা। আজম- ওর শিশুদের জন্য লেখা গুলার হিট খুব-ই কম বলে লিনক দিচ্ছি। একটা ভাল উদ্যেগ নিয়েছে ও-- ১.শিশুদের প্রশ্নগুলো...একটু ভেবে দেখুন --http://www.somewhereinblog.net/blog/mnazamblog/29015379 ২.শিশুদের জন্য লেখা::::আমাদের মহাবিশ্ব কত বড়?-- Click This Link ৩. শিশুদের জন্য লেখা:::: সূর্য কিভাবে জ্বলে???-- Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।