দ্বিধা-দ্বন্দের সমীকরণ !
মুখফুটে নাইবা বলি চাইতো ভালোবাসাই,
নারীর সান্নিধ্য । অন্য নারীতেও নারীকে সেই !
রাত সাড়ে দশটায় এই
কেউ একজন আমার সাথে থাকে অথবা থাকি আমি ;
থাকি কেউ একজনের সাথে !
বিছানায় সে বসে রয়েছে
নিউজ প্রিন্টের মত ফ্যাকাশে মুখে
কেমন বিষণ্ণ !
ড্রেস চেঞ্জ করার ফাঁকে চোখ তুলে তাকালাম, একবার ।
সেও এক-পলক ।
সাড়ে এগারোটায় এই, প্রতিদিন জ্বলে ডিমলাইট,
নীলাভ আলো ।
কেউ একজন দূরত্ব পাড়ি দেয় তখন ডুবসাঁতারে !
কেউ একজন আমার সাথে আছে অথবা আছি আমি ;
আছি কেউ একজনের সাথে !
ডান হাতটা সে গলার উপর রাখে
আঙ্গুলে ছুঁয়ে যায় গাল-মুখ-ঠোঁট
শরীরের খুব কাছে চলে আসে তখন স্তনের ওঠা-নামা তাঁর ।
ঘাড়ের কাছে ঠোঁট ছুঁইয়ে তখন আমিও বলি
সরি, এক্সট্রেমলি সরি ।
তখন তাঁর মাঝেই প্রস্ফুটিত হও তুমি
ডুবসাঁতারে খুঁজে খুঁজে যাই আরাধ্য তোমাকে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।