২৯ অক্টোবর ২০০৯ ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি শুভ দিন।
একদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের অনবদ্য শতক ও দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার আবদুর রাজ্জাক রাজের ¯িপন যাদুর কল্যানে Bangladesh ও Zimbabwe- র মধ্যকার ODI Series--এর ২য় ম্যাচে সফররত Zimbabwe-কে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজ বিজয়ের লড়াইয়ে ফিরে এসেছে।
অন্যদিকে বাংলাদেশ অনুর্ধ ১৯ দল ইংল্যান্ড অনুর্ধ ১৯ দলকে ৪ উইকেটের পরাজিত করে ৭ ম্যাচের Youth ODI সিরিজের প্রথম ৪ ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজটি নিজেদের করে নিয়েছে অর্থাৎ এই সিরিজে ইংলিশদের হোয়াইট ওয়াশ করার পথে আরো এক ধাপ এগিয়ে গেলো।
Bangladesh ও Zimbabwe র মধ্যকার ম্যাচের বি¯তারিত আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমি এখানে বাংলাদেশ অনুর্ধ ১৯ ও ইংল্যান্ড অনুর্ধ ১৯ দলের মধ্যকার ম্যাচটির বি¯তারিত তুলে ধরছি।
নারায়ণগঞ্জের ফতুল্লাˉ’ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুস্টিত বাংলাদেশ অনুর্ধ ১৯ ও ইংল্যান্ড অনুর্ধ ১৯ দলের মধ্যকার Youth ODI সিরিজের Youth ODI-এর ৪র্থ ম্যাচে ইংল্যান্ড অনুর্ধ ১৯ দলের অধিনায়ক আজেম রফিফ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধা›ত নেয়। ইংল্যান্ড অনুর্ধ ১৯ দল ৪৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করে । ইংল্যান্ড অনুর্ধ ১৯ দলের জো রুট ১১৯ বলে ৫৪ রান ও ডেনি রিজ্স ১১৯ বলে ৫৪ রান করেন । বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের সৈকত আলী ১০ ওভার বল করে ১৭ রান দিয়ে ২টি উইকেট ও শাকের আহমেদ ২৬ রানে ৩ উইকেট নেন । জবাবে বাংলাদেশ অনুর্ধ ১৯ দল ব্যাটিং-এ নেমে শুরুতেই হোচট খায় ।
৭ রানেই বাংলাদেশ দল প্রথম উইকেটটি খোয়ায়। কি›তু ধীরে ধীরে ম্যাচটির নিয়›ত্রণ নিয়ে ৩৪.২ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত ১৫২ রান করে ৪ উইকেটে জয় তুলে নেয়। বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের তাসামুল হক ৮৭ বলে ৫০ রান ও সৈকত আলী ৫৩ বলে ৪৬ করেন। বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের সৈকত আলী ব্যাটিং ও বোলিং-এ অলরাউ›ড ক্রীড়া নৈপুণ্য প্রর্দশন করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।
ছবিঃ ম্যান অব দি ম্যাচ বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের সৈকত আলী ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।