আমাদের কথা খুঁজে নিন

   

পাইছি.........পাইছি..............সামুর সবচেয়ে বড় আত্নস্বীকৃ্ত লুল............

আমি রাজাকারদের ঘৃণা করি,ইতিহাস বিকৃ্তকারিদের আরো বেশী ঘৃণা করি,স্বৈরাচারতন্ত্র মানি না,তারচেয়ে বেশী ঘৃণা করি যারা ক্ষমতার লোভে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের দালালি করে...... তবুও স্বপ্ন দেখি,আশা করি আমার বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। তবে দিন
সামুতে আসার পর (আসার আগেও) লুল নিয়ে ব্যাপক হইচই দেখেছি। তখন ভাবতাম লুল মানেটা কি??? আসার কয়েকদিন পর তাজা কলমের লুল-এর উৎস অনুসন্ধানে এবং নিজের কিছু অনুসন্ধানের মাধ্যমে সামহয়ারইনব্লগ ডিকশনারী Version 4.0 - The Bible of Somewhereinblog থেকে জানতে পারলাম লোল= যে পুরুষ নারী-ব্লগারের প্রতি বিশেষ আগ্রহী {সূত্র= মোস্তাফিজ রিপন মতান্তরে হাসিব (মতান্তরে উষ্কানি প্রদানকারী: জেনারেল)} যদিও প্রয়োগের ক্ষেত্রে শব্দটি যতটা না চরিত্র নির্দেশ করে তার চেয়ে বেশি নির্দেশ করে ফান বা আনন্দ প্রকাশ। এখানে বলা যায় ব্লগে আমার মতো অনেকেই আত্নস্বীকৃ্ত লুল রয়েছে। আমরা অনেক সময় লুলীয় আড্ডা পোষ্টও দিয়ে থাকি।

তার মানে বলা যেতে পারে সামু ব্লগে লুল সম্প্রদায় বলতে আড্ডাপ্রিয় কিছু ব্লগারকেও নির্দেশ করে। এখন প্রশ্ন হলো সামুতে সবচেয়ে বড় লুল কে??? যেহেতু আমি এবং আমার মতো নবীন ব্লগারদের লুলচর্চা খুব বেশী দিনের নয়। পুরাতন ব্লগারদের মধ্য থেকেই সেরা লুল হবার সম্ভাবণা বেশী। সেই পুরাতন ব্লগারদের মধ্যে ব্লগার কালপুরুষ নিজেকে সেরা লুল বলে দাবি করে। অন্য কেও এখনো এই সম্মান নিজের বলে দাবি করেন নাই।

তার প্রমাণ তবে এর অনেক আগে আগেই তিনি নিজেকে লুল দাবি করেছেন ২০০৭ এর ১২ নভেম্বর এর এই পোষ্টে তার আভাস মিলে। যেহেতু সেরা লুলের জন্য আর কোনো দাবীদার পাওয়া যায় নি তাই বলা যেতে পারে কালপুরুষ সামুর সেরা লুল। তালিয়াআআআআআআ *****এবার আসল কথায় আসি সেরা লুলের অনুসন্ধানের জন্য এই পোষ্ট আমি লিখি নাই। ব্লগার কালপুরুষ অনেক পুরাতন ব্লগার। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি।

কিন্তু গতকাল আমি ওনার ফুলবানু পোষ্টে কমেন্ট করেছিলাম তুমি ফুল......... আমি লুল । আমার কাছে ইহা একটি নিছক লুলীয় কমেন্ট ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি জানিনা ঠিক কি কারণে তিনি আমার ঐ মন্তব্য মুছে দিয়ে ওনার ব্লগে আমাকে ব্লক করেছেন। ***ওনার কাছে আমার প্রশ্ন উনি নিজে একজন আত্নস্বীকৃ্ত লুল। সেখানে আমার এই কমেণ্টে উনি কি কারণে মাইণ্ড করলেন তা আমি জানতে চাই।

আরেকটা কথা এটাকে দয়া করে ব্যক্তিগত আক্রমণ ভাববেন না। আমি নিতান্তই একজন শান্তিকামী মানুষ। ***যাউজ্ঞা এর মাধ্যমে ব্লগবাসী ব্লগের সবচেয়ে বড় লুল কে তা জেনে গেলো। এইটাই এই পুষ্টের মাহাত্ম। জয়তু লুল
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।