সুখীমানুষ
ভালোবেসে বলছি প্রিয় হৃদয় হতে
বিষ দিয়ে যাও নিজের হাতে।
এই একলা থাকা
এই নিরালা একলা জ্বলা
আর পারি না কোন মতে,
বিষ দিয়ে যাও
আপন হাতে
ভালোবেসেই বলছি প্রিয়।
তুমি ছাড়া এই জীবনে
উড়ছি শুধু, উড়ছি কেবল
একলা আকাশ, আর কিছু নেই।
ক্লান্ত হয়ে বসবো কোথাও
নেইগো তেমন আশা-বৃক্ষ।
ডানা ভেঙ্গে যায়
ক্লান্ত পাখী, উড়ছি তবু।
আর পারি না, না গো কিছুতেই না
রক্ষা করো, শেষ করে দাও
ঘুমাই এবার
তোমায় পাবার চির আশায়।
২৯-১০-০৯, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।