আমাদের কথা খুঁজে নিন

   

আমি এখন ডানাঝাপটানো অনি:শেষ সারিবদ্ধ চিলের কাতারে দাড়িয়েছিলাম ধানমন্ডি লেকে

সভ্যতার প্রসব বেদনার আমি এক নিদারুণ সাক্ষী, অপার আনন্দের ভাগীদার হয়েও আমি পথহরা, ডানা ঝাপটানো অনিশেষ চিল..

কিছূকালের মানসিক যন্ত্রনার অভিশাপ থেকে মুক্ত হাত্তয়ার প্রত্যায়ে বীর্যের টানে মদঅশ্বের মত ছুটে গেছি যান্ত্রিক দুনিয়ার অভিশাপ সিমেন্টের জঙ্গলের অন্যতম প্রাচুর্য ঢাকা শহরে । ঢাকা শহরের অনুর্বর জমিতে দানা ফেলবার উদ্দ্যেশে আমার আগমন । তা নিয়ে প্রচন্ড উপাত্তে বসে আছে পথহারা চিল যে দাঁড়িয়ে আছের বীর্যের বান ভাঙ্গার জন্য।আজ আমি তার প্রতীক্ষার জোয়ার ভাঙ্গার জন্য কাতর হয়ে বসে ছিলাম দিনআলো বেয়ামানি করার পরও । এই বুর্জায়ো সমাজের ভাবগত ত্ত বস্তুগত উপাদান যার পিছনে ছুটে বেড়াচ্ছে আমি তার এক দুরন্ত কাঙাল মন। যাহোক সব ফেলে আজ আমি আবার খোলা হাওয়ার টানে ফেটে যাওয়ার তুলার মত ভেসে বেড়াচ্ছি। আজ আমি পোড়তেছি শিমুল আগুনে ,আজ আমি নাচতেচ্ছি কানামেঘের দলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।