আমাদের কথা খুঁজে নিন

   

রাগ ভাংগা

আমার ব্যক্তিগত ব্লগ

খুব যখন রাগ হয় তখন কিভাবে আবার সেটা কমে? আমার ক্ষেত্রে কাজ করে "সময়"। সময় রাগ কমিয়ে ফেলে। সাধারনত: আমি দেখেনি, কেউ আমার রাগ কমাতে পেরেছে। একটা ব্যতিক্রম ছাড়া। একবার আমি একজনের উপর প্রচন্ড রেগে গিয়েছিলাম দেরি করে অফিসে আসার জন্য।

কারন আমি জানি সকাল সকাল না এলে পরে সবাই ব্যস্ত হয়ে যাবে, আমার কাজটা আর হবে না। কিন্তু সে ব্যক্তি হেলেদুলে ১১টার সময় এলেন। রাগে মেজাজ খুব খারাপ হয়েছিল। ঠিক করেছিলাম, থাক একে আর কিছু করতে বলব না। সে সরি বলল, তারপরও আমার রাগ কমে না।

এখানে বলে রাখি যত রাগই করিনা কেন, আমি কারো উপর চেচামেচি করিনা বা কথা বন্ধ করিনা। শুধু যার উপর রাগ করি তার থেকে দুরে থাকি। এবার কালপ্রিট আমার পাশে বসে নানা বিষয়ে নিজে নিজেই কথা বলতে শুরু করলো। আমি হু হা করে জবার দিতে থাকলাম, কিছুক্ষন পর খেয়াল করলাম, আমার রাগ নেই, আমি খুবই প্রানবন্ত ভাবে আলাপ করছি। আমি নিজে এতোদিনে জানলাম, আমার রাগও তাহলে কমানো সম্ভব.. এই ভাবে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।