আহসান জামান
একদা গ্রীষ্ম-অবকাশ; আজও কাঠচেরাইয়ের শব্দ কানে বাজে, ট্রেনের বিষণ্ণ হুইসেলে কেঁপে উঠি তাই। বনধারে পতিত ঝর্ণাজলে দু'চোখ কেড়ে নিয়ে গেছে অজ্ঞাত নশ্বর ভূগোল; দেখেছি অবাক বিচিত্র পাথর-নুঁড়ির রাজ্য আর বিমুগ্ধতায় আহ্লদের নদী। রোদপোড়া পানকৌড়িস্নান - ক্লান্তদুপুরে শাপলা পাতার মতো দু'চোখ পেতে কী নিমগ্নতায় গ্রাস করি আজও ব্যস্ততায়। বুনোঝাউয়ের মৃদবাতাসবিকেলে কতদূর নিস্তব্ধপথ হেঁটে হেঁটে কুঁড়ায়েছি পূর্ণতা। এখনও পূর্ণিমারাতে একা আকাশে উড়োজাহাজ হই আমি; দিগন্তের অইপাশে আর কী আছে দেখার ব্যর্থতায় কাঁদি এই মূখরা পৃথিবীতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।