ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর রাজীবের খুনের ঘটনায় ষড়যন্ত্র তত্ত্বও বেশ প্রচার পেয়েছে। একে প্রজন্ম চত্বরের আন্দোলন থেকে মিডিয়ার চোখ সরানোর একটা কৌশল বলছেন কেউ কেউ। সেটা যে হবে না, তা সহজেই বোধগম্য। বরং এতে বেগবান হবে এ আন্দোলন। খুনিদের গ্রেফতারের দাবিতে মানুষ রাস্তায় নেমে আসায় সেটি এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। রাজীব হয়ে উঠেছেন শাহবাগে অবস্থান নেয়া তরুণদের প্রেরণা। ব্লগেও তো এরই মধ্যে লেখালেখি শুরু হয়েছে— ‘এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ব্লগে ব্লগে’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।