আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ: কেওক্রাডং

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

সেই ২০০৪ সালে, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ার সময় কেওক্রাডং গিয়েছিলাম। তখন এ্যানালগ ক্যামেরায় ছবিগুলো তোলা, কিছুদিন আগে রিল থেকে ছবিগুলো ডিজিটাল করলাম। এখানে তার কিছু আপনাদের সাথে শেয়ার করি.. ১. দূরের পাহাড় থেকে বগালেক ২. বগালেক ৩. পাহাড়ের ঢাল বেয়ে কেওক্রাডং এর পথে ৪. ছবির মত সুন্দর দার্জিলিং পাড়া ৫. দার্জিলিং পাড়ার পেছনে দাড়িয়ে কেওক্রাডং ৬. বমদের ঘর (দার্জিলিং পাড়া) ৭. কৌতুহলী বম শিশুর দল ৮. বমদের ঘর ৯. কেওক্রাডং পাহাড় ১০. অবশেষে চূড়ায়.. ১১. লারাম বম - আমাদের গাইড ১২. কেওক্রাডং এর চূড়া থেকে পেছনের মালভূমি দেখা যায় ১৩. আমাদের ফিরে আসা..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।