...
১) কাগুকে একবার পদ্মগোখরা কামড় দিয়েছিল। পাচদিন অবর্ননীয় কষ্ট পেয়ে,গায়ের রঙ নীল হয়ে গিয়ে সাপটা মারা যায়।
২) আমাগো কাগু এক বলেই ছয় ছক্কা মারতে পারেন।
৩) অনেকেই সুপারম্যান লেখা টি-শার্ট পইড়া ঘুরে, মাগার সুপার ম্যান কাগু লেখা টি-শার্ট পইড়া ঘুরে।
৪) কাগু টুথপেষ্ট থেকে বের হওয়া পেষ্ট আবার ভরতে পারেন।
৫) সবার ক্রমোজম ২৩ জোড়া করে। কিন্তু আমাগো কাগুর ক্রমোজম ৪৭ জোড়া, এর ভিতর পাচটা খুব বিষাক্ত।
৬) কাগু যখন খুব ছোট ছিলেন মাইকেল জ্যাকসন একবার কাগুর দিকে বদ নজর দিয়েছিল। কাগু মাইকেলের দিকে এমন কড়া চোখে তাকাইছেন যে, মাইকেল ভয়ে ব্ল্যাক থেকে সাদা হয়ে গিয়েছে।
৭) ধারনা করা হয় যে, বিশ্বের ৯৯% শক্তিই কাগু শক্তি রূপে আছে।
৮) কাগু লেবু চিপে কমলার রস বের করতে পারেন।
৯) কাগু ব্রেইলি তে কথা বলতে পারেন।
১০) কাগু মাছকে পানিতে চুবিয়ে মারতে পারেন।
কাগু শক্তির জয় হোক!!!
কাগুর আগের পর্ব
ফেসবুকে কাগু ফ্যান ক্লাবের ঠিকানা-- এইখানে গুতা মারুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।