আমাদের কথা খুঁজে নিন

   

এই বাঙালী শোন!

যার চোখ ভালবেসে পৃথিবীকে চম্বন করতে ভুলে যায়

এই বাঙালী শোন! এই বাঙালী শোন! তোকে গুণ করেছে কোন্ অল্প কিছু পাইয়ে দেবার নামের কপট-ছল ? তোর চিত্ত আজ বিকল | হ'রেছে তোর মান ইজ্জৎ, মগজ ধুয়ে সাফ ক'রে তোর বঙ্গজ আত্মাটিকে করেছে দখল! তবুও তোরা দেখেই চলিস ফ্লাই ওভার, শপিং মল! সেই সুযোগে পুলিশটাকে, পাঠিয়ে সোজা মায়ের ভোগে, গণহত্যার মিছিল করে তোদের শাসক দল! তোরা শুধু দেখেই চলিস ফ্লাই ওভার, শপিং মল! চোখের উপর দিন দুপুরে, গ্রাম কে গ্রাম উজাড় ক'রে, নির্বিচারে গণধর্ষণ, চালায় এখন, যখন তখন, দুঃশাসনের নবীন আদল তোদের শাসক দল! তবুও তোরা দেখেই চলিস ফ্লাই ওভার, শপিং মল! ওরে, গা ঝাড়া দিয়ে জাগ্! জ্বালা বুকের আগ! আর কতকাল থাকবি ভুলে, মান ইজ্জৎ শিকেয় তুলে, এই বেলা তুই বল! মিথ্যা শান্তি-স্বপ্ন কাটিয়ে, বাঙালী, তুই ঘুড়ে দাঁড়িয়ে আবার মাথা তোল। আর কত কাল দেখেই যাবি ফ্লাই ওভার, শপিং মল! পিশাচ-রাজার আসন ধরে দে সজোরে দোল! বহুকাল পর আবার তুই মনের দরজা খোল! চেয়ে দেখ, তোর বাংলা মায়ের রন্ধ্রে রন্ধ্রে ঘুণপোকার ছল! পরের মাটি জীবন কেড়ে, তাতে নতুন ভূবন গ'ড়ে, নিজের সুখের দুধে-ভাতেই থাকলে হবে বল ? তোরা কি সব দেখেই যাবি ফ্লাই ওভার, শপিং মল ? দুষ্ট কবি নিত্য বলছে--- মাকে এরা বিকিয়ে দিচ্ছে, প্রতিরোধ গড়ে তোল । বরফের যুগ কাটিয়ে বুকে আগুন জ্বালিয়ে তোল! আর কত কাল দেখেই যাবি ফ্লাই ওভার, শপিং মল ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।