আমাদের কথা খুঁজে নিন

   

একখান জিপি মডেম কিন্না ফালাইলাম



WiMax এর জন্য অপেক্ষা করেছি প্রায় ১ বছর। এই এক বছর মোবাইল দিয়ে জিপি ব্যবহার করেছি। কথা বলার জন্য সব সময় টেলিটক ব্যবহার করি। নেট ব্যবহারের সময় জিপি ঢুকাতে হতো। এতে অনেক ঝামেলা।

কেউ ফোন করে পায় না। WiMax এর অনেক অপেক্ষা করেছি। WiMax অবশেষে এসেছে, কিন্তু দাম শুনে আকাশ থেকে পড়ার অবস্থা! শুধু মডেমই ৭০০০/= এই কথা শোনার সাথে সাথে প্রতিজ্ঞা করেছিলাম সামনের মাসের বেতন পেলেই একটি জিপি মডেম কিনব। কিন্তু সেই প্রতিজ্ঞটি রাখতে পারলাম না! বেতন তো দূরে থাক, সামনের মাস আসার আগেই মডেম কিনে ফেল্লাম মাশাল্লাহ্, আমার মোবাইলে যে ইস্পিড পেতাম তার থেকে ভাল পাচ্ছি মডেম দিয়ে। এই মাত্র ব্যবহার শুরু করেছি।

কেমন সার্ভিস দিচ্ছে ২/১দিন পরে জানাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।