আমাদের কথা খুঁজে নিন

   

আমরা তো তোমার বানর নই ( অনুদিত কবিতা)



দয়া পাওয়ার, সামভাজি ভাগত ও আনন্দ পট্টবর্ধন ( ব্লগার ''ভিন্ন চিন্তা''র অনুরোধে অনুবাদের দুর্বল প্রয়াস।) সকল জ্ঞানের প্রভু, হে রাজন্যবর্গ ! তোমরা ইচ্ছে করেছিলে বলে ''রামায়ন'' হয়ে গেলো ভারতের ইতিহাস আমাদের কতো বিচিত্র নামে ডেকেছো.. ''রাক্ষস'', ''নীচুজাত'', ''অস্পৃশ্য'' কিন্তু আমরাই ভারতমাতার আদিপুত্রকন্যা আমাদের কাহিনী শোনাই আজ আমরাই আমাদের ডাকি ''দলিত''- নিপীড়িত নামে একদিন ঘোড়সওয়ার আর্যগন এইমাটি দখলের খেলায় মাতে এ মাটির সন্তানেরা হয়ে যায় চিরগৃহহীন হে রাম, হে রাম ! তুমি হয়ে গেলে দেবতা আমরা রাক্ষস তুমি আমাদের হনুমানজীকে বানালে বানর হে রাম, আর্যকূলনিধি আমাদের দাসত্বে বেঁধেছো বানিয়েছো বানরবাহিনী যে তোমার হয়নি ইচ্ছের বশ তাকে তুমি বানালে রাক্ষস- দানব কিন্তু আমরাতো রাক্ষস ছিলাম বনের প্রহরী তোমার রক্তের সূচিতা বাঁচাতে মনু সংহিতা দিয়ে নিয়ে এলে নানা বর্নভেদ নারীদের পথে দিলে পদে পদে পদে বাধা সীতাকে পাঠালে প্রভু অগ্নিপরীক্ষাতে কী মহিমা, হায় রাম, তোমাদের পুরুষালী বিধির বিধানে ! অস্পৃশ্য শম্ভুকে জ্ঞানসাধনার পাপে শিরশ্ছেদ মেনে নিতে হলো, হায় রাম ! জাতিভেদ ভেদ করে যেতেই দিলে না কতোদিন কেটে গেলো পার হলো বছরেরা, অনন্ত সময় আমাদের জীবনের বদল হলো না চামড়ায় গড়ি জুতা তোমার পায়ের পয়নালা সাফ করে ঠিক রাখি তোমার সূচিতা হে রাম, কখনো জেনেছো তার জাতি পরিচয় ? কোন ধর্মে আস্থা রেখে কাটায় জীবন ? স্বাধীনতা এসে গেলো শুরু হলো সংবিধান যুগ অস্পৃশ্য বাবা আম্বেদকর রচিলেন যেই সংবিধান ইহজাগতিক সুরে বেঁধে জাতের সুবিধার প্রাসাদে ভাঙ্গন ধরেছে ধর্মের দোহাই দিয়ে মধুলোটা শেষ হলো বলে দারিদ্রের কষাঘাতে জর্জরিত গ্রামে নতুন ভূতের নামে দৃষ্টিভ্রম জাগাতে তৎপর ''মুসলিম'' শত্রু হয়ে গেলো শিক্ষাও দেওয়া হয়ে গেলো হে রাম, লঙ্কাচূর্ণ করে আমাদের নিয়ে তুমি বানিয়েছো বানর বাহিনী আজ তুমি জুড়েছো নতুন খেলা আমাদের নিয়ে তুমি আবার বানাতে চাও বানর বাহিনী নতুন যুদ্ধে হবে মুসলমান নতুন শত্রু আজ কিন্তু সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সুবিধাবাদীরা আমার ধর্মের দোহাই কোনদিন আমরাও তোমাদের হবোনা তো বানর বাহিনী আমরাই গেয়ে যাবো মানবতা গান হে দেবতা, তোমাকেও মানুষ বানাবো তোমাকেও মানুষ বানাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।