আমাদের কথা খুঁজে নিন

   

“The Road of Death”



“Road of Death” বা “মৃত্যু সড়ক”। যেখানে প্রতি পদে পদে অপেক্ষা করে মৃত্যু। এই রকমই একটি সড়ক রয়েছে দক্ষিণ আমেরিকা মহদেশের বলিভিয়া নামক দেশটিতে। এই সড়কটির মূল নাম Stremnaya Road | Stremnaya একটি রাশিয়ান শব্দ - যার অর্থ হচেছ “অত্যন— ঝুকিপূর্ণ”। এছাড়া এই সড়কের আরো কয়েকটি নাম রয়েছে।

যার মধ্যে Grove’s Road, Coroico Road, Camino de las Yungas, “El Camino de la Muerte” অন্যতম। ১৯৩০ সালে Chaco War এর সময় Paraguayan বন্দিদের দিয়ে এ সড়কটি নির্মাণ করা হয়। এই সড়কটির দৈর্ঘ্য কত তা নিয়ে মতবিরোধ রয়েছে। তবে অধিকাংশ বিশে−ষকই মনে করেন এর দৈর্ঘ্য ৩৮ - ৪৩ মাইলের মধ্যে। এক লেন বিশিষ্ট এই সড়কের প্র¯হ ১০.৫ ফুট।

সড়কটির এক পাশে যে খাদ রয়েছে তার উচচতা ক্ষেত্র বিশেষে ২০০০ থেকে ৪০০০ ফুট। সড়কটি বলিভিয়ার La Paz ও Coroico এর মধ্যে সংযোগ ¯হাপন করেছে। La Paz থেকে সড়কটিতে রওনা দিয়ে চলতে চলতে ৫ কিলোমিটার পর্যন— উচচতায় উঠে আবার আ¯েত আ¯েত ১০৭৯ ফুট উচচতা নিচের দিকে নেমে Coroico এ পৌছাতে হয়। এই সড়কের প্রতিটি বাকে বাকে মৃত্যু অপেক্ষা করে। তাই এই সড়কে বলা হয় Road of Death ।

এক সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর গড়ে ২০০-৩০০ জন ভ্রমনকারী এই সড়কে বিভিনè দূর্ঘটনায় নিহত হয়। ১৯৯৫ সালে Inter-American Development Bank এই সড়কটিকে “পৃথিবীর সবচেয়ে বিপদজনক সড়ক” হিসেবে আক্ষ্যায়িত করেছে। Hey Blogers are you interested to test your “DRIVING SKILL” in this road? কেউ থাকলে আওয়াজ দিয়েন!! তবে তার আগে জীবন বীমাটা...................................... সূত্রঃ ইণ্টারনেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।