আমাদের কথা খুঁজে নিন

   

টি ব্রেক

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

এক ব্যক্তি সারা জীবন খারাপ কর্মে লিপ্ত ছিলেন, মৃত্যুর পূর্ব মহুর্তে দারুন এক ভালো কর্ম করে মরেন । মরার পরে ফেরেস্তারা তাকে আল্লাহর কাছে নিয়ে গেলেন । আল্লাহ তালা তার শাস্তি নির্ধারন করলেন, সারা জীবন খারাপ কর্মে লিপ্ত থাকলেও মৃত্যুর পূর্ব মহুর্তে একটি ভালো কর্ম করে আসায়, সে তার পছন্দ মতো দোযোখ বেছে নিতে পারবে। ফেরেস্তারা তাকে বিভিন্ন দোযোখ দেখাতে নিয়ে গেলেন। প্রথম দোযোখ: প্রথম দোযোখ দেখতে গিয়ে লোকটি দেখলো এখানে লোকদেরকে আগুনে পোড়াচ্ছে, দেখে লোকটি ভয় পেলো এবং ফেরেস্তাদের বললো অন্য একটা দোযোখ দেখাতে।

২য় দোযোখ: ফেরেস্তারা তাকে ২য় দোযোখে নিয়ে গেলো, লোকটি সেখানে দেখতে পেলো, একদল ফেরেস্তা ড্রামের ভিতর মানুষ সিদ্ধ করছে। লোকটি আরো ভয় পেয়ে গেলো এবং বললো এ দোযোখে থাকা যাবেনা, আমাকে অন্য একটা দোযোখে নিয়ে যাও। ফেরেস্তারা তাই করলো এবং তাকে ৩য় দোযোখে নিয়ে গেলো। ৩য় দোযোখ: লোকটি সেখানে দেখতে পেলো মানুষের বিষ্টার বিশাল এক সাগর এবং সাগরের মাঝখানে উচুঁ জায়গায় বসে কিছু লোক চা-বিস্কুট খাচ্ছে। মনে মনে ভাবলো এটা অপেক্ষাকৃত ভালো জায়গা, এখানে থাকা যায়।

ফেরেস্তাদের বললো আমাকে এ দোযোখটাতেই দাও। ফেরেস্তারা অবাক হয়ে বললো তুমি আরেক বার চিন্তা করে দেখো । লোকটি বললো চিন্তা করার কিছু নেই আমাকে এখানেই দাও। লোকটির কথা মতো ফেরেস্তারা তাকে ঐ দোযোখে নিক্ষেপ করলো। সাগরে ফেলার সাথে সাথেই একজন ফেরেস্তা এসে তাকে উপুর করে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে চুবাচ্ছে, লোকটি কোনো রকমে মাথা জাগিয়ে ফেরেস্তাকে জিঙ্ঘেস করছে, ওরা চা খাচ্ছে আর আমাকে চুবাচ্ছো কেন।

ফেরেস্তা বললো এখানে ১০০ বছর পর পর টি ব্রেক হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।