আমাদের কথা খুঁজে নিন

   

দৃক গ্যালারীতে ...


ঢাকার ধানমন্ডিস্থ দৃক গ্যালারীতে চলছে আলোকচিত্র প্রদর্শনী। সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্যের ধারাবাহিকতায় আমার তোলা একটা ছবি ওখানে ঝুলে আছে! কিছু না জেনে না বুঝে কেউ যখন কোন কিছু করার পর বাহবা টাইপ কিছু পায় তাহলে সে আনন্দ অন্যরকম। আমি সংবাদটা পেয়ে খুশিতে ঢাকা শহর যাব ঠিক করলাম। ঠিক গ্যালারীর সামনে গিয়ে শুনলাম কিছু অপ্রীতিকর সংবাদ। বিতর্কিত মানুষকে দিয়ে উদ্বোধন করানোর ফলে অনেকেই এই উদ্বোধনী অনুষ্টান বয়কট করেছে, মনটাই খারাপ হয়ে গেল।

বিনয় টিনয় কিছু নয়, সত্যিকার অর্থেই সবচেয়ে পঁচা ছবিটা আমারই ... আরো খারাপ লেগেছে প্রিন্ট করানোর পর ছবিটা ভাল দেখাচ্ছিল না কারণ ছবিটা সাধারণ একটা ডিজিটাল ক্যামেরায় তোলা ছিল। আমরা নিজেরাই ছবিটার সামনে দাঁড়িয়ে ছিলাম, আমরাই দেখছিলাম। অনেক ভাল ছবির ভীড়ে এটা কেউ দেখছিলই না... অবশেষে দেখতে পেলাম দু’জনকে, তাই একটুও বিলম্ব না করেই ক্লিক ক্লিক। অবশ্য তারা নিজেরাই ফটোগ্রাফার এবং তাদের তোলা ছবিও ছিল প্রদর্শনীতে। এই ছবির ছেলেটাকে আমি খুঁজে পেয়েছি এই ভার্চুয়াল জগতে তখন সে পড়ত মাত্র অষ্টম শ্রেনীতে, আমরা বেশ ক'জন ওর আম্মু হয়ে গিয়েছিলাম, খুব বকতাম তাকে, পড়ালেখা করার জন্য।

আমি এখনো ওকে ডাকি বাচ্চা, তার আরেকটি পরিচয়, সে এখানে ব্লগিং করে। আরেকজন আমার পরিবারেরই সদস্য, আমাকে সেই বেশি উৎসাহ দিয়েছিল ঢাকায় যাবার জন্য এবং বলেছিল তার শুক্রবারটা আমার জন্য বরাদ্দ। শুক্রবার সকালে গিয়ে রাতেই ফিরে এসেছি নিজের ঘরে... ইচ্ছে ছিল আরো থাকার কিন্ত ফেরার সময় হয়ে গেল, খুব অল্প সময় ছিলাম কিন্তু আনন্দ পেয়েছি অনেক। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য প্রিয় নির , এ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।