আমাদের কথা খুঁজে নিন

   

// বারুদের গন্ধ পাই //

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

হেমন্তকে বরণ করি আজ কি দিয়ে ? আমার খোঁপায় নেই হলুদ গাঁদার মালা; কানে নেই মালতিলতার দুল, মাথার আল বেয়ে হেঁটে যায়নি রক্ত জবা সিঁদুর। কি নিয়ে আজ হেমন্তকে বরন করি? আমার সবুজ গালিচায় কেবল ছোপ ছোপ রক্তের দাগ; নাকে এসে লাগে বারুদের পোড়া গন্ধ। পরনে নেই বাসন্তী রঙের শাড়ী- শেষ বোশেখে নিজেকে জড়িয়েছি সাদা কাফনে; কি দিয়ে আজ হমন্তকে ঘরে আনি? সমস্ত বুক জুড়ে শুধু হাহাকার- ছেলে হারানোর,স্বামী হারানোর মায়ের কোল হারানোর। চোখের জল শুকিয়ে হয়েছে মরুভূমি, স্বান্তনার বাণী আজ আর স্পর্শ করে না। না,একোন বিশ্বযুদ্ধের কাহিনী নয়- এ এক স্বাধীণ দেশের পরাধীণ মানুষের রক্ত রক্ত খেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।