আমাদের কথা খুঁজে নিন

   

Pdf এর সর্ম্পূণ সমাধান



এখনকার সময় pdf ফাইল ব্যবহার এবং কোনো ফাইল pdf-এ প্রিন্ট নেয়াটা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে । এসব কাজের এক নম্বর সফটওয়্যার Adobe Acrobat। কিন্তু সফটওয়্যারটি বিনামূল্যের না হওয়ায় নানা সমস্যায় পরতে হয়, বিশেষ করে যারা নেট ব্যবহার করে তাদের। এর সমাধান ও আছে। এর জন্য আপনাকে 2টি সফটওয়্যার ব্যবহার করতে হবে।

১) PrimoPdf এই সফটওয়্যারটি দ্বারা আপনার পিসিতে একটি ভাচূর্য়াল প্রিন্টার যোগ হবে। ফলে যেকোন ফাইল pdf-এ প্রিন্ট করতে পারবেন এবং এর exe ফাইল বা ডেস্কটপ স্টকাট থেকে ফাইল pdf-এ কনর্ভাট করতে পারবেন। সফটওয়্যারটি Freeware তাই প্রিন্ট করা ফাইলে কোনো বিজ্ঞাপন থাকবেনা এবং কোনো বাধাধরা নিয়মও রক্ষা করতে হবে না। ২) Foxit Reader এই সফটওয়্যারটি দ্বারা আপনি যেকোন pdf ফাইল পড়তে পারবেন । এ দুটি সফটওয়্যার ব্যবহারের দ্বারা আর Acrobat এর চোরাই কপি ব্যবহার করতে হবে না।

ডাউনলোড For more stories

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।